এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

    রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পূজার ছুটির পরপরই ১২ই অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন একাধিক ছাত্র সংগঠন ও পদপ্রার্থীরা। তাদের দাবি ও পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘গতকাল ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী প্রচারণার সময় বাড়ানোর অনুরোধ করলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি চাকসু নির্বাচন তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর করার। এছাড়াও ১০ অক্টোবরের বিসিএস পরীক্ষা বিষয়টিও এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।’

    বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী ১৫ অক্টোবর বুধবার সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    এর একদিন আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। তাতে দেখা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্য থেকে ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদের প্রার্থী ছিলেন।

    নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৯৩১ জন প্রার্থীতা চূড়ান্ত করতে জমা দিয়েছেন মনোনয়ন। এছাড়া ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়নপত্র জমা পড়ে।

    এদিকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে জানায় রাকসুর নির্বাচন কমিশন। এ নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…