এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

    শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম

    যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    স্থানীয় বাসিন্দা আরিফ জানান, হঠাৎ রাতে বাজারে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বড় মুদি দোকান মেসার্স জলিল ষ্টোর, একটি চায়ের দোকান ও একটি ঔষধের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুনে সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে মেসার্স জলিল ষ্টোর নামে ওই মুদি দোকানে। মূল্যবান মালামাল পুড়ে অন্ত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    মেসার্স জলিল ষ্টোর এর স্বত্বাধিকারী আব্দুল জলিল বলেন, তার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি সম্প্রতি সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা বিনিয়োগ নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল উঠিয়ে ছিলেন। তার সব আশাভরসা শেষ করে দিয়েছে আগুন। এ সময় তার আহাজারিতে এলাকার মানুষজন শোকস্বদ্ধ হয়ে উঠেন।

    শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এক সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…