যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নোলামারা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত নসিব গোপীনাথপুর গ্রামের হামিদ তালুকদারের ছেলে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে নসিব একটি মাছের ঘেরে মাছ চুরি করতে যান। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে 'চোর, চোর' বলে চিৎকার শুরু করে। পরে তারা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, নসিব তালুকদারের লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। মাছ চুরির চেষ্টার অভিযোগে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
এসআর