শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি এসব মণ্ডপ ঘুরে দেখেন।
শ্রীনগর উপজেলার দেউলভোগ নাট মন্দির, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউ ও দুর্গা মন্দির এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দির, সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, ডিআইও ১ মো. আনোয়ার হোসেন, ডিআইও ২ মো. আনওয়ারুল আজিম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইশতিয়াক আহমেদ রাসেল, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ডা. দেবব্রত ঘোষ, ইছাপুরা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাদল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস।
এসআর