সৌদি আরব ও পাকিস্তানের আলোচিত প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির শীর্ষ সামরিক উপদেষ্টা। তিনি মনে করেন, ইরানেরও এতে যোগ দেয়া উচিৎ।
সম্প্রতি টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে খামেনেয়ির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, রিয়াদ ও ইসলামাবাদের ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ একটি গঠনমূলক উদ্যোগ। এটি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমাদের বিশ্লেষণ হলো, এই চুক্তি ঐতিহাসিক ও ইতিবাচক। ইসলামাবাদ এর আগে জানিয়েছে, অন্যান্য দেশও এতে যোগ দিতে পারে। আমি সুপারিশ করছি, ইরানেরও এতে অংশ নেয়া উচিত। খবর জিও নিউজের।
সাফাভি আরও বলেন, পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে ইরান, সৌদি আরব ও ইরাক সমষ্টিগত জোট গঠন করে এগিয়ে যেতে পারে। যদিও আমার প্রাথমিক ধারণা ওয়াশিংটনের ইঙ্গিত ছাড়া ইসলামাবাদ-রিয়াদ এ ধরনের চুক্তিতে যেতে পারত না, তবুও বলছি-আঞ্চলিক পরাশক্তি হিসেবে আমাদের উচিৎ এই জোটে যোগ দেয়ার প্রস্তুতি নেয়া এবং প্রস্তুতি শেষ হলে তা জানিয়ে ঘোষণা দেয়া। এটি আমাদের একান্ত সামরিক কূটনীতি ও পররাষ্ট্রনীতির বিষয়। এটি আঞ্চলিক প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেয়ার বিষয়।
১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের পক্ষে ওই আলোচিত চুক্তিতে সই করেন যথাক্রমে যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চুক্তির শর্ত মতে, এক দেশকে তৃতীয় কোনো দেশ আক্রমণ করলে অপর দেশ তার সুরক্ষা দেবে। উভয় পক্ষই এই চুক্তিকে একটি বিশেষ মাইলফলক বলে আখ্যা দেয়।
এবি