গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে প্রতিমা বিসর্জনের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকা সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষের ফলে একটি নৌকা উল্টে যায়। এতে নৌকায় থাকা প্রায় ১৮-২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা জানান, প্রতিমা বিসর্জন দেখতে বিপুলসংখ্যক মানুষ নদীর তীরে ভিড় জমায়, ফলে নৌকাগুলি অতিরিক্ত ভিড়ে প্লাবিত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর নিখোঁজ দুই শিশুর পরিবার নদীর তীরে ভিড় করে আহাজারি করছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, ডুবুরি দল কাজ করছে, তবে এখনো নিখোঁজ শিশুরা উদ্ধার হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ শিশুরা হলো—উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে অঙ্কিতা ও তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময়।
এনআই