এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

    ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

    চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপি নেতাদের বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতকর্মীরা যুবদল নেতাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের অন্তত ১০ জন আহত হন।

    অন্যদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, বৃহস্পতিবার রাতেই ওই পোস্ট ডিলিট করা হয় এবং ইলিয়াস হোসেন ফেসবুকে দুঃখ প্রকাশ করেন। কিন্তু শুক্রবার সকালে মসজিদ কমিটির বৈঠকের আগেই বিএনপি নেতারা তার ওপর হামলা চালায়। এতে প্রতিরোধ করতে গেলে তাদেরও ১০-১২ জন আহত হন।

    এ বিষয়ে মাওলানা ইলিয়াস হোসেন বলেন, 'আমার ফেসবুক আইডি থেকে ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়েছিল। পরে তা ডিলিট করে দুঃখ প্রকাশ করি। কিন্তু এরপরও বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়।'

    হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…