চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।
টানেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত গতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে ফয়সাল আহাম্মদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, 'অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং কাত হয়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।'
নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন বলেন, 'দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। বাসচালক দ্রুত গতিতে চালানোর কারণে টানেলের মধ্যে হঠাৎ বাসটি উল্টে যায়। আমরা কেউই বুঝে উঠতে পারিনি কীভাবে সব ঘটল।'
এসকে/আরআই