কসবা উপজেলার আলোচিত 'ডেভিল হান্ট' মামলায় আওয়ামী যুবলীগের নেতা মির্জা আজম (৪৮)কে আটক করেছে পুলিশ।
রবিবার (০৫ অক্টোবর) সকালে কসবা রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মির্জা আজম উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কসবা থানা পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে।
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে মির্জা আজম বা তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, 'তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না, তবে তার বিরুদ্ধে ডেভিল হান্টসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।'
উল্লেখ্য, 'ডেভিল হান্ট' মামলাটি সম্প্রতি কসবা এলাকায় অপরাধীদের ধরতে চলমান থাকবে।
এসআর