এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ইনজুরিতে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

    ইনজুরিতে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

    অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য এরই মধ্যে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আলবেসেলেস্তেরা। তবে ম্যাচের আগেই দুঃসংবাদ পেল দলটি। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।

    আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি গার্ডেনে হবে প্রথম ম্যাচটি, আর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ।

    রোববার (৫ আগস্ট) রাতে সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আর্জেন্টাইন তরুণ ফুটবলার থিয়েগো আলমাদাকে একাদশে রাখেননি অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলমাদার ইনজুরি প্রসঙ্গে বলেন, ‘সে এখনও প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট হয়নি।’

    আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সিমিওনের বরাত দিয়ে জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে জাতীয় দলের হয়ে খেলার সময়ই মাংসপেশীতে চোট পান আলমাদা। ইতোমধ্যে ২০ দিনের বেশি সময় পার হয়েছে। যদিও তিনি অনুশীলন সেশনে ফিরেছেন, তবে ম্যাচ খেলার মতো সম্পূর্ণ উপযুক্ত নন। চোটের কারণে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা মিলিয়ে ৭টি ম্যাচে মাঠের বাহিরে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

    তবে আলমাদা ছিটকে গেলেও তার বিকল্প হিসেবে আর্জেন্টিনা দলে এখনও কাউকে ডাকা হয়নি। আসন্ন এই প্রীতি ম্যাচ দুটির স্কোয়াডে যথারীতি আছেন তারকা লিওনেল মেসিও। যদিও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পলের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ, ভেনেজুয়েলা ম্যাচের পরদিনই মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ রয়েছে মায়ামির।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…