এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    রাবেয়া ঝড়ে বাংলাদেশের ‘১৭৮’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

    রাবেয়া ঝড়ে বাংলাদেশের ‘১৭৮’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

    নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে শেষদিকে চমক দেখিয়েছে বাংলাদেশ। সোবহানা মোস্তারীর অর্ধশতক আর শেষদিকে রাবেয়া খানের ঝড়ো ইনিংসে ১৭৮ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা।

    মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের ধারাবাহিকতায় এদিনও দারুণ শুরু পায় বাংলাদেশ।

    এদিন ইনিংসের প্রথম ৩ ওভারেই স্কোর বোর্ডে ২১ সংগ্রহ করে বাংলাদেশ। তবে বিপদ এসেছে এরপরই। আগের ম্যাচে ফিফটি হাকানো রুবাইয়া হায়দার ঝিলিক এবং ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা এদিনও ওপেনিংয়ে নামেন। এই দু’জনের গড়েন ২৪ রানের জুটি।

    ঝিলিক বিদায় নেন ৯ বলে ৪ রানের ইনিংস খেলে। পরের ওভারেই ফিরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন টাইগ্রেস অধিনায়ক।

    তবে একপ্রান্ত আগলে খেলেন শারমিন আক্তার সুপ্তা। চার নম্বরে নামা সোবহানা মোস্তারীকে নিয়ে ধাক্কা সামাল দেন তিনি। দলীয় ৫৯ রানের মাথায় ৫২ বলে ৩০ রানের ইনিংস খেলা শারমিন সাজঘরে ফিরেন।

    এরপর হাল ধরেন মোস্তারী। আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দিয়েছিলেন আসা-যাওয়ার মিছিলে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। মোস্তারী পরিস্থিতি বুঝে ধৈর্যশীল ব্যাটিংয়ে এগিয়েছেন। হাঁকিয়েছেন দারুণ এক ফিফটিও।

    ৮ম উইকেট জুটিতে মোস্তারীর সাথে যোগ দেন রাবেয়া খান। দারুণ কিছু শটে দ্রুত রান তোলেন রাবেয়া। ফিফটি হাঁকানো মোস্তারী থামেন দলের ১৫৬ রানের মাথাতে। ১০৮ বলে ৬০ রান করে বিদায় নেন মোস্তারী। শেষ দিকে ঝড়ো ব্যাটিং চালিয়েছেন রাবেয়া খান। তার ২৭ বলে ৪৩ রানের হার না মানা টর্নেডো ইনিংসে ১৭৮ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

    ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেছেন সোফি একলেস্টন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…