গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার পৃথক দুটি স্থানে—মৌচাক ও কালিয়াকৈর বাজার এলাকায়—গ্রেপ্তারকৃত দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মনোরা গ্রামের নিত্য চন্দ্র দাসের ছেলে জয় কুমার দাস (২০) ও একই গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে লোকনাথ চন্দ্র দাস (২১)।
মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি সোলাইমান হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন নাইমি, মাওলানা সুলতান নাইম, মাওলানা মঘবুল হোসেন, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা আনিসুর রহমান, তাহসিন আহমেদ, মাওলানা আবু বক্কর ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
একই সময়ে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে তৌহিদি জনতা বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০ আগস্ট জয় কুমার দাস প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে সহযোাগী লোকনাথ চন্দ্র দাসের নবাবগঞ্জের ভাড়া বাসায় নিয়ে তিন দিন আটকে ধর্ষণ করে। পরে ২২ আগস্ট কিশোরীকে একটি বাসে তুলে বাড়ি পাঠানো হয়।
ঘটনার প্রায় দুই মাস পর, ১৫ অক্টোবর কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জয় কুমার ও লোকনাথ চন্দ্র দাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা তদন্তাধীন।’
এনআই