এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম

    সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম
    সংগ্রহীত

    যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে 'ভূতুড়ে আওয়াজ' বাজিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ এনেছে কম্বোডিয়া।

    কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, মানবাধিকার কমিশন এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের কাছে অভিযোগ পাঠিয়েছে।

    শনিবার (১১ অক্টোবর) ওই চিঠিতে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্ত এলাকায় ‘উচ্চস্বরে, ভৌতিক ও তীক্ষ্ণ শব্দ’ বাজিয়ে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করেছে।

    কম্বোডিয়ার মানবাধিকার কমিশন দাবি করেছে, সীমান্তবর্তী গ্রামগুলোর স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাই সেনারা রাতে লাউডস্পিকারের মাধ্যমে ‘ভূতের মতো আর্তনাদ’ ও বিমানের ইঞ্জিনের আওয়াজ বাজাচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা এসব শব্দ স্থানীয়দের ঘুম নষ্ট করছে, উদ্বেগ বাড়াচ্ছে এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করছে। কমিশন সতর্ক করে বলেছে, এমন কর্মকাণ্ড দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে, এখন পর্যন্ত থাই সরকার এই অভিযোগে এখনো কোনো মন্তব্য করেনি।

    হুন সেন জানিয়েছেন, কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করেছেন। মালয়েশিয়া গত জুলাইয়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করাতে মধ্যস্থতা করেছিল।

    এদিকে, থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া সীমান্ত এলাকায় নতুন করে স্থলমাইন বসাচ্ছে। জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ছয় থাই সেনা স্থলমাইনের বিস্ফোরণে আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, থাই সেনারা দেশটির পুরোনো গৃহযুদ্ধ চলাকালে পোঁতা স্থলমাইনের ওপর পা রেখেই আহত হয়েছেন।

    যুদ্ধবিরতির পরও সীমান্তে ভূতের আর্তনাদ, মানসিক চাপ এবং পারস্পরিক অভিযোগ সব মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে থাইল্যান্ড-কম্বোডিয়া সম্পর্ক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…