সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ঘটনায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাত ৯ টার দিকে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।
আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন।
আহত জাবেদ বলেন, ‘রাত ৮ দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জাকির বাহিনীর লোক হামলা করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়। এ ছাড়া সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড়, লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরো অন্তত ৮ জন আহত হয়েছে। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, ‘এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়াও আরও ৮ জন হাসপাতালে এসেছেন।’ তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে হামলায় কয়েক জন আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ইখা