আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া থোল্লাকান্দি গ্রামের কথিত ডাকাত মুন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বাজারের এক হোটেলে শিপন আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র লোক গুলি চালালে শিপনসহ দুই হোটেলকর্মী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন। খবর পেয়ে শিপনের বাবা মুন্নাফ মিয়ার নেতৃত্বে লোকজন প্রতিপক্ষ এমরান মাস্টারের অফিসে হামলা চালান। পাল্টা গুলিতে এমরান মাস্টার (৩৮) আহত হন।
আহত এমরান মাস্টার ঢাকায় কর্মরত ডিসি বিল্লাল হোসেনের ছোট ভাই ও শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু বাড়িঘরে ভাঙচুরের খবর পাওয়া গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি শাহীনূর ইসলাম বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চলেছে। গুলিবিদ্ধ শিপন মিয়া ঢাকা নেয়ার পথে মারা গেছেন।”
ইখা