ঢাকার কেরানীগঞ্জের এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক রমজান আলী (৩১)কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী শিশুর মা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের র শনিবার (৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে শিক্ষক রমজান আলীকে আটক করে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারের সঙ্গে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে। রমজান স্কুলে শিক্ষকতার পাশাপাশি শিশুটিকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। ২৬ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল আলম জানান, ‘মামলার পরপরই আমরা রমজান আলীকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে নেয়া হলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।’
এদিকে এলিগেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্কুলের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল অপচেষ্টা করছে।’
এসএম