কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি ফরিদুল আলম ফরিদ (৪৮)। তিনি কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নোনাছড়ি গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা রহুল কাদের বাবুল।
পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, আলমগীর ফরিদের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর পেয়ে ফরিদুল আলম অতিরিক্ত উচ্ছ্বাসে লাফ দিয়ে চিৎকার করেন। কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, অতিরিক্ত উত্তেজনা থেকে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। দলীয় নেতাকর্মীরাও একই বক্তব্য দিয়েছেন।
রহুল কাদের বাবুল বলেন, ফরিদ ছিলেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। কিছুদিন আগে তিনি প্রথমবার স্ট্রোক করেছিলেন। আজ প্রিয় নেতার মনোনয়নের খবর পেয়েই অতিরিক্ত উচ্ছ্বাসে দ্বিতীয়বার স্ট্রোকে মারা যান।
ফরিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতে দলের নেতাকর্মীরা তার বাড়িতে ভিড় করেন।
এফএস