ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
এর মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। তিনি একজন ইংল্যান্ড প্রবাসী। এর আগে তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ জানান, ‘যেই দলের গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে সেই দল থেকে আমাকে নমিনেশন দেওয়ায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। নির্বাচনের বিষয়ে এলাকাবাসীর সহযোগীতা চাই। আমি নির্বাচিত হলে সুন্দর,আধুনিক,মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলব।’
উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত ইসলামী থেকে প্রার্থী করা হয়েছে ২ বারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে নাজমুল মোস্তফা আমিনকে।
এসএম