বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি (কক্সবাজার ব্যাটালিয়ন)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল টহলরত অবস্থায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় মিয়ানমারের ৬ জন নাগরিক কে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায়,তারা মিয়ানমারের মংডু জেলার মেদাইক এলাকার বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন— মংফুতাই তংচংঙ্গা (৩০), কালু তংচংঙ্গা (২৬), মুচা তংচংঙ্গা (৪৫), মংচিউ তংচংঙ্গা (৩০), ভেট্টিয়া তংচংঙ্গা (২৫) ও ইতুয়াইন তংচংঙ্গা (১৭)। তারা সবাই মিয়ানমারের বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সুত্রে জানা যায়, আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অনুপ্রবেশের দায়ে চলমান আইনে মামলা প্রদানসহ সংশ্লিষ্ট নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাই করছে না বরং মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ‘বিজিবি'র হাতে আটক ছয় মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তরের পর, আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে।’
এসএম