এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে গেছে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

    ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে গেছে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
    সংগৃহীত ছবি

    রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে ২ বছরের শিশু।

    বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

    আটকা দুই বছরের শিশুটির নাম মো. সাজিদ। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেখানে থাকা পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার পর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

    ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।

    তিনি আরও বলেন, পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের ব্যাসার্ধ পাঁচ ফিট। এটি প্রায় ৩৫ ফিট গভীর পর্যন্ত গেছে। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। মাটি খুঁড়ে তাকে বের করতে হবে এখান থেকে। এটি খুব কঠিন কাজ।

    ওসি শাহীনুজ্জামান জানান, ফায়ার সার্ভিস কর্মী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাকে উদ্ধার করে আনার। ইতোমধ্যে ঘটনাস্থলের চারপাশে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। আনা হয়েছে অ্যাম্বুলেন্স ও ডাক্তার।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…