এইমাত্র
  • আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
  • আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: ডা. জাহিদ হোসেন
  • পরিচয়পত্র যাচাই করে কাজের লোক ঠিক করুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
  • নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান-পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাস
  • ক্যানসার সৃষ্টিকারী জিনবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম
  • অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না
  • ইরান সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
  • পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

    বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), বাকৃবি ইউনিট ওই কর্মসূচির আয়োজন করে।

    বুধবার (১০ ডিসেম্বর) দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সোসাইটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়।

    মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জোর দিয়ে বলেন, মানবাধিকার সুরক্ষার জন্য সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা অত্যাবশ্যক। সমাজের প্রতিটি ক্ষেত্রে যেন মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে, সেই প্রত্যয় পুনর্ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

    কর্মসূচিতে অংশগ্রহণকারী জুলফিকার আলী সুলতান বলেন, ‘বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। শুধু বিশেষ দিবসে নয়, প্রতিদিনের জীবনে মানবাধিকারের গুরুত্ব অনুধাবন করে সচেতনভাবে আমাদের কাজ করতে হবে। সর্বদা নিজের ও অন্যের অধিকারকে মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতনতা খুব বেশি জরুরি।’

    হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি, বাকৃবির আহ্বায়ক মো. লিখন ইসলাম বলেন, ‘এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে মানবাধিকার রক্ষায় আরও বেশি সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। চারিদিকে মানবাধিকার লঙ্ঘনের যে ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে উত্তরণে তরুণ সমাজের এগিয়ে আসা সব থেকে জরুরি। আমরা নিজেরা মানবাধিকার নিয়ে সচেতন হব যাতে করে আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি এবং আমাদের দ্বারা অন্যের অধিকার কখনও যেন খর্ব না হয়। আমরা সচেতন হলে পুরো জেনারেশন সচেতন হবে এবং একটি সমৃদ্ধ জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…