চলমান সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ার আলোচনায় ও বিতর্কে পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে এবং তাদের সক্রিয় অংশ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক ইশতেহার প্রস্তুত প্রক্রিয়ার অংশ হিসেবে রাঙ্গামাটিতে নাগরিক প্লাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগ আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় রাঙ্গামাটি কাপ্তাই সড়কের বার্গী লেক ভ্যালিতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এই সভার আয়োজন করে।
আঞ্চলিক পরামর্শ সভায় পার্বত্য চট্টগ্রামের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, উন্নয়ন কর্মী, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, মিডিয়া কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আয়োজিত পরামর্শ সভায়, ‘আপনি আগামী নির্বাচনে কি প্রত্যাশায় ভোট দিবেন’ এ মর্মে উপস্থিত সবার মতামত চাওয়া হয়। অংশগ্রহণকারীরা, আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদের প্রত্যাশা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে তাদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখা, নারী অধিকার,পরিবেশ- প্রকৃতি ঠিক রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনাসহ অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
পরামর্শ সভা শেষে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের কাছে সামগ্রিক বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই আমরা এখানে একটি আলোচনার আয়োজন করেছি, পার্বত্য অঞ্চলে এমন একটি সমস্যা বিরাজ করছে, যেটি আমাদেরকে জাতীয়ভাবে সমাধান করতে হবে। পার্বত্য অঞ্চলের সমস্যা কোন আঞ্চলিক সমস্যা নয় এটি একটি জাতীয় সমস্যা।’
সভার আলোচ্য বিষয়গুলোর প্রসঙ্গ টেনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নিরাপত্তা, সুশাসন, নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং যোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে অনেকেই এখানে মতামত দিয়েছেন।
ইখা