এইমাত্র
  • কর্মকর্তাদের ছুটি বা বদলির প্রয়োজনে লাগবে ইসির সম্মতি
  • কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
  • ৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
  • নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
  • তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
  • পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
  • রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  • শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
  • আজ শুক্রবার, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ১২ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

    সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

    সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয়। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্কাফিজুর রহমানের উপস্থিতিতে এ নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করা হয়। এসময় এক কেজি ওজনের এক হাজার নয়শ নব্বইটি ফুরাডানের প্যাকেট ধ্বংস করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন প্রমুখ

    ধ্বংসের সময় উপস্থিত শাহিনুর আলম নামের এক কৃষক বলেন, 'আমরাতো আগে জানতাম না এটা ক্ষতিকর। আলুর জমিতে এই ফুরাডান ব্যবহার করতাম আমরা। আজ থেকে আর ব্যবহার করবো না।'

    আব্দুল মান্নান নামের এক কৃষক বলেন, 'দোকান্দাররা পোকা মারার জন্যে খালি এই ফুরাডান দেয়। এটা যে এতো নিষিদ্ধ আগে জানি নাই। সবাইকে এটা ব্যবহার করতে মানা করবো।'

    উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে গত ২৭ নভেম্বরে সোনামুখী এলাকার একটি কীটনাশকের দোকান থেকে নিষিদ্ধ ফুরাডান জব্দ করা হয়। আজকে সেই জব্দকৃত কীটনাশক ফুরাডান কৃষকদের উপস্থিতিতেই ধ্বংস করা হলো। পাশাপাশি কৃষকদের সচেতন করা হয়েছে তারা যেন কার্বফুরান গ্রুপের ফুরাডান জমিতে ব্যবহার না করেন।'

    ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, 'ভুলভাল বুঝিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃষকদের কাছে নিষিদ্ধ কীটনাশক বিক্রি করেন। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরাই। কৃষকদের আরও সচেতন হতে হয়ে কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…