আগস্টে ইতিহাস গড়ে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছিল ১০৪ নম্বরে। তবে মাত্র চার মাসের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখেছে মারিয়া-সাবিনারা। আজ প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১১২।
এই অবনমনের পেছনে রয়েছে গত চার মাসের হতাশাজনক পারফরম্যান্স। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যার সবকটিতেই হেরেছে তারা। থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হার আসে। এরপর তিন জাতির টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত হয় দলটি।
চার ম্যাচে মোট ১১ গোল হজমের বিপরীতে মেয়েরা করতে পেরেছে মাত্র ২ গোল। ফলে ফিফার পয়েন্ট তালিকায়ও ধাক্কা লেগেছে। আগস্টে যে বাংলাদেশ সবচেয়ে বেশি (+৮০.৫১) রেটিং পয়েন্ট অর্জন করে র্যাঙ্কিংয়ের চমক হয়ে উঠেছিল, সেই দলই এবার হারিয়েছে ১২.২৬ পয়েন্ট। নতুন তালিকায় বাংলাদেশের রেটিং এখন দাঁড়িয়েছে ১১৬৭.৬১১।
মেয়েদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে স্পেন। যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে। এশিয়ার মধ্যে সবচেয়ে ওপরে জাপান, অবস্থান ৮ নম্বরে। দক্ষিণ এশিয়ায় সবার এগিয়ে ভারত (৬৭), আর বাংলাদেশের ওপরে রয়েছে নেপালও—তাদের অবস্থান ৮৯।
আরডি