খাগড়াছড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সেনা টহল দল বিশেষ অভিযানে এসব কাঠ জব্দ করে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গুইমারা এমপি চেকপোস্ট এলাকা থেকে মেজর মিয়ান সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পরবর্তীতে জিএসও-২ এর উপস্থিতিতে কাঠ বোঝাই গাড়ি ও কাগজপত্র যাচাই-বাছাই করে ৬৮০.২০ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২ হাজার ৪৯০ টাকা বলে জানানো হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে তারা নিয়মিতভাবেই এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ইখা