বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার বাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব এম আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার, সদস্যসচিব মহসিন উজ্জামান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইখা