এইমাত্র
  • কর্মকর্তাদের ছুটি বা বদলির প্রয়োজনে লাগবে ইসির সম্মতি
  • কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
  • ৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
  • গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • গাজায় ঝড়-বৃষ্টিতে প্লাবিত বহু তাঁবু, ঝুঁকিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি
  • নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা
  • তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
  • পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
  • রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
  • শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
  • আজ শুক্রবার, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ১২ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

    দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

    ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লাল সবুজ পরিবহন দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল প্রায় ১১.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ১৪–১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    দুর্ঘটনার পর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    আহত যাত্রী জাহিদুল ইসলাম জানান, “সকাল ৯টার দিকে গাড়িটি ঢাকা থেকে ছাড়ে। এয়ারপোর্ট এলাকায় পুলিশ গাড়ির কাগজ পরীক্ষা করে এবং কাগজপত্র না থাকায় আমাদের প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। পরে গাড়িটি ধীরে ধীরে চলতে থাকে। দাউদকান্দির পুটিয়া এলাকায় হঠাৎ সামনের একটি ট্রাক গাড়ির সামনে চলে এলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় এবং আমরা যাত্রীসহ খাদে পড়ে যাই।”

    দাউদকান্দি ফায়ার স্টেশন ইন্সপেক্টর এরসাদ হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তার আগেই হাইওয়ে থানা পুলিশ ৬–৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা এসে আরও দুই শিশু, দুই নারী এবং দুই পুরুষকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। গাড়িটি তুলে নিচে কেউ আটকে আছে কিনা তা যাচাই করা হবে।”

    দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ সার্জেন্ট জাকিবুল সময়ের কণ্ঠস্বরকে জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭–৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিস এসে আরও ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে।”

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…