গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে গুইমারা এমপি চেকপোস্ট এলাকা থেকে মেজর মিরাজ সাঈদ ইমতিয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শালবন এলাকা থেকে মোট ৭টি অবৈধ কাঠের চৌকি উদ্ধার করা হয়। পরে ডিএফও-৩-এর উপস্থিতিতে কাঠগুলো স্থানীয় বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪২ হাজার ৪৮০ টাকা বলে জানানো হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে তারা নিয়মিতভাবেই এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচারসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এসএম