বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে।”
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের সুবাতাস পেতে শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়াকে আমরা স্বাগত জানাই। কারণ ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, ৩ কোটি ৮০ লাখের বেশি তরুণ ভোটার থাকা সত্ত্বেও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন তারা নিজেদের ভোট দিয়ে জনবান্ধব সরকার গঠন করতে চায়। এই দেশ আমাদের সকলের, সবাইকে সঙ্গে নিয়ে এ দেশ গড়ে তুলতে হবে।
মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুকু বলেন, মজলুম মানুষের অধিকার আদায়ে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে কখনো আপস করেননি। পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধে মূল বীজ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারি সম্মেলন বুনেছিলেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনটির উপদেষ্টা প্রফেসর একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
এফএস