কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে যুবলীগের দুই নেতাকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির।
গ্রেপ্তারকৃত দুই যুবলীগ নেতা হলেন, উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পানাউল্লাহচর এলাকার মো. ফুল মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৪৩) ও পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৬০)।
এর আগে ১৪ ডিসেম্বর রোববার দুপুরে ভৈরব বাজার পৌরসভা এলাকা থেকে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি ভৈরব বাজারের কবির মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা বাবুল মিয়া ও ছাত্রলীগ নেতা তানভীর পূর্বের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় জামিনে ছিলেন। অপর দিকে যুবলীগ নেতা মিলন মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে।
তাদের তিনজনকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনার দ্রুত বিচার মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগের দুই নেতাকে ১৬ ডিসেম্বর সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হবে। ১৫ ডিসেম্বর বিকালে ছাত্রলীগ নেতা তানভীরকে আদালতে পাঠানো হয়েছে। তারা তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতার মামলায় অভিযুক্ত ছিলেন। আমরা সবসময় ডেভিলদের আটক করতে অভিযান পরিচালনা করতেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এনআই