চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী বারমোহা খালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটির ওপর মাটি ফেলে বাঁধ নির্মাণ করা হয়েছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে খালের ওপর দেওয়া অবৈধ মাটির বাঁধ অপসারণে শ্রমিক দিয়ে কাজ শুরু করা হয়। একই সঙ্গে খালটি দখল বা ভবিষ্যতে মাটি ফেলে বাঁধ দেওয়ার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
এ সময় ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, খাল ও জলাধারের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনভোগান্তি সৃষ্টি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। প্রয়োজনে নিয়মিত অভিযান চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা ফাহাদ হাসান। অভিযানে সহায়তা করেন আনসার সদস্যরা।
এনআই