পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি বাংলাদেশি কলোনি বলেও পরিচিত।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা বস্তিজুড়ে এবং সেখানে থাকা দুই শতাধিক ঘর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। একইসঙ্গে আগুনের ভয়াবহতায় সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে, আগুনের মধ্য থেকেই পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা আরো বেড়েছে। আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া দুর্ঘটনা স্থলে বেশ কিছু মানুষের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে, এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এবি