এইমাত্র
  • চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
  • রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টার্ফকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা
  • বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর

    খাদ্য বিভাগের বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্তে খাদ্য বিভাগ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

    খাদ্য বিভাগের বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্তে খাদ্য বিভাগ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে এলএসডিতে পৌঁছানোর আগেই খাদ্য বিভাগের নতুন বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে খাদ্য বিভাগ। অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পরই একই দিনে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    গতকাল (১৭ ডিসেম্বর) সময়ের কণ্ঠস্বরে "এলএসডিতে পৌঁছার আগেই কালোবাজারে খাদ্য গুদামের নতুন বস্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা এলএসডিতে পৌঁছানোর আগেই ভিন্ন স্থানে নামিয়ে বিক্রির অভিযোগ ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের তথ্য উঠে আসে। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের সিদ্ধান্ত নেয় খাদ্য বিভাগ।

    জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেবীগঞ্জ এলএসডিতে পৌঁছানোর আগেই নতুন বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে সরেজমিনে তদন্ত করে সুষ্পষ্ট মতামতসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

    গঠিত তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া আহমেদকে। সদস্য হিসেবে রাখা হয়েছে তেঁতুলিয়া উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন এবং কারিগরি খাদ্য পরিদর্শক সৈয়দ সাব্বির আহম্মেদকে।

    এর আগে প্রকাশিত সংবাদের অনুসন্ধানে দেখা যায়, গত ৪ ডিসেম্বর পঞ্চগড় থেকে RM পরিবহণ নামের একটি ট্রাক্টরে করে নতুন বস্তা বহন করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে ট্রাক্টরটির করতোয়া সেতু টোল এলাকা অতিক্রম, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পাটোয়ারী পাড়া এলাকায় থামা এবং স্থানীয় এক বস্তা ব্যবসায়ীর গোডাউনে বস্তা নামানোর দৃশ্য উঠে আসে। পরে ট্রাক্টরটি আবার এলএসডির দিকে গিয়ে সেখানে প্রবেশ করে। এতে বস্তার সংখ্যায় বড় ধরনের গরমিলের অভিযোগ ওঠে।

    তবে অভিযোগের বিষয়ে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার আগেই দাবি করেছিলেন, এলএসডিতে বস্তা ঠিকঠাকভাবেই এসেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বস্তা দেখানো সম্ভব নয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…