চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের বড় ভাই মো. মুহিবের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার বটতলী ইনসাফ রেস্টুরেন্ট এর সামনে এই ঘটনা ঘটে। আহত মো. মুহিব উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়া এলাকার মৃত নুরুল হকের পুত্র। মুহিবের সাথে থাকা সামি জানান,নাস্তা করার জন্য রেস্টুরেন্ট এ গেলে আগে থেকে দাড়িয়ে থাকা ছাত্রলীগ নেতা মিনহাজ ও মুহিবের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ নেতা তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন বিরক্তিকর কথা বলছিল। প্রতিবাদ করলে মিনহাজ ও জিহাব চাকু নিয়ে মুহিবের শরীরে আঘাত করে। এতে মুহিব ঘোরতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে আহত মুহিবকে একটি বেসরকারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। হামলা করা মিনহাজ লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং জিহাব যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানাগেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমার্জেন্সি চিকিৎসক ডাক্তার শিমুল দত্ত জানান,মুহিবের শরীরে ১টি আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত তিনি আশংকামুক্ত।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবদুল জলিল জানান, আসামী গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
এসআর