এইমাত্র
  • ২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
  • সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
  • শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো
  • হাতিরঝিলে ‘খাদ্যের বিষক্রিয়ায়’ ভাইবোনের মৃত্যু
  • দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
  • শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি
  • ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত
  • তদন্তের অগ্রগতির বিষয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আজ
  • ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা
  • আজ রবিবার, ৭ পৌষ, ১৪৩২ | ২১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

    দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

    দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা।

    পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল এলাকায় কী কারণে হামলাটি চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

    এক বিবৃতিতে পুলিশ জানায়, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি এএফপিকে বলেন, হামলায় ১০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

    দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকারসডালের একটি বারের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হয়।

    পুলিশ জানায়, সর্বশেষ হামলাটি অবৈধভাবে মদ বিক্রির একটি স্থানে চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার তুলনামূলকভাবে বেশি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…