যশোরের বাঘারপাড়ায় স্যালোমেশিন চালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ৯ টার দিকে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাব্বি জামালপুর গ্রামের সোহেল হোসেনের ছেলে ও স্থানীয় মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, রাব্বি হোসেন আলমসাধুযোগে যাচ্ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আলমসাধু জামালপুর সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় রাব্বুি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাব্বিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।
এসআর