জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামের কৃষক আবুল হাশেম খানের জমিতে নিজ হাতে রোপন করেন বিএনপি দলীয় এ প্রার্থী।
এদিন সকাল সাড়ে ৯ টার দিকে আলু রোপনে দলের প্রার্থীর সঙ্গে বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন। ওই কৃষকের প্রায় ২২ গন্ডা জমিতে এ আলু রোপন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার প্রমুখ।
আলু রোপন করে দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কৃষক আবুল হাশেম খান। তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী নিজের উদ্যোগে দলীয় নেতাকর্মী নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। যা আমার জন্য সত্যিকার অর্থেই বড় পাওয়া।
এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। বিএনপি সবসময় কৃষিবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে।
এইচএ