যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবকের গলাকেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের বারান্দীপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত গোলাম রসুল সদর উপজেলার বেনিয়ালি গ্রামের নিছারের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
জানা গেছে, স্থানীয় কয়েকজন গোলাম রসুলকে রক্তাক্ত অবস্থায় জেনারেল হাসপাতালে আনেন। কারা কি কারণে তাকে গলাকেটে হত্যা চেষ্টা করেছে এটা তাদের অজানা। তবে আহত গোলাম রসুলের হাতে থাকা চিরকুটে লেখা ছিল স্থানীয় টুটুলের ছেলে আমিন, তপু ও সজীব তাকে হত্যা চেষ্টা করেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তার কাছ থেকেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি।
হাসপাতালের সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান আহমেদ জানান, আহত গোলাম রসুলের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, গোলাম রসুল শহরের প্যারিস রোডের একটি ফাস্টফুডের দোকান ছিল। ৫ দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছে। পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে আসল ঘটনা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
এসআর