এইমাত্র
  • কুমিল্লায় নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
  • টাঙ্গাইলে বাবার ভোট দিতে গিয়ে ছেলে আটক
  • ডিম খেয়ে কমিয়ে ফেলুন অতিরিক্ত ওজন
  • ধানকাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসি
  • পাথরঘাটায় বীজ সংরক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
  • কুষ্টিয়ায় জাল ভোটের চেষ্টা, কাউন্সিলরসহ আটক ৩
  • আবেগকে নিয়ন্ত্রণ করে আত্মবিশ্বাসী হওয়ার সহজ উপায়
  • শেষ দুই ম্যাচে ফিরলেন সাকিব মোস্তাফিজ ও সৌম্য
  • টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু
  • পাথরঘাটায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লাখ
  • আজ বুধবার, ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪
    ‘সবখানেই আমার কণ্ঠ সোচ্চার, সবসময় ফিলি'স্তিনের পক্ষে কথা বলে যাব’
     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ঘরে বসেই হজের কাজ করা যাচ্ছে। এরপর থেকে আর কোনো ক্যাম্পে না থেকে মডেল মসজিদেই হজের ট্রেনিং নেওয়া যাবে।  এ সময় বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। নারী, পুরুষ ও শিশুদের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবখানেই আমার কণ্ঠ সোচ্চার। সব জায়গাতেই আমি এর প্রতিবাদ করে যাচ্ছি বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।তিনি বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে সম্মান জানিয়ে সবাই যাতে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেসব ব্যবস্থা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দিয়েছেন।হাজিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনে মুসলিমদের অধিকার রয়েছে। এই অধিকার তাদের দিতে হবে। এটা কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম বিশ্ব এক হলে, ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো। আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। নারী, পুরুষ ও শিশুদের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবখানেই আমার কণ্ঠ সোচ্চার। সব জায়গাতেই আমি এর প্রতিবাদ করে যাচ্ছি। আরব ভূখণ্ডে ফিলিস্তিন তাদের জায়গা তারা পাবে। এটা তাদের অধিকার। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনির অধিকার আদায়ে আরও এগিয়ে যেতে পারতাম। ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে আমি একমাত্র বোন। একমাত্র বোন হিসেবে আমি সব মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছি আপনারা এক হন।তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। যেখানে সব ধর্মের মানুষের অধিকারের কথা বলা আছে। অথচ ধর্মের নামে মুষ্টিমেয় কিছু মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে।এ সময় প্রধানমন্ত্রী বলেন, সৌদি বাদশার অতিথি হয়ে ওমরাহ করতে গিয়ে হজ ক্যাম্প ঘুরে দেখেছি। হাজিদের কষ্ট দেখেছি ধীরে ধীরে হজ ব্যবস্থাপনা সুন্দর হচ্ছে।এমএইচ
    বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
     সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টারা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে ব্যাংক রিপোর্টারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন।ইতোমধ্যে টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজে, নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে সংগঠনগুলো।এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজন জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক সাংবাদিকরা।এমএইচ

    জাতীয়

    সব দেখুন
    ধানকাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে: সিইসি
    সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ধানকাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে। বুধবার (৮ মে) ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।সিইসি বলেন, সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, যেকটি ঘটনা ঘটেছে সবক্ষেত্রে ব্যবস্থা নেয়া হয়েছে। ৩৪টি ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। ৩৭ জনকে আটক করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে সহিংসতা হয়নি, কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে, দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে বলে জানান সিইসি।   এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ। এর মধ্যে ২২টিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এরপর থেকে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গণনার কাজ করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় ১৬৩৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। এদিকে প্রথম ধাপের চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে ২০ জন অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরইমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।এমএইচ
    ‘সবখানেই আমার কণ্ঠ সোচ্চার, সবসময় ফিলি'স্তিনের পক্ষে কথা বলে যাব’
     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ঘরে বসেই হজের কাজ করা যাচ্ছে। এরপর থেকে আর কোনো ক্যাম্পে না থেকে মডেল মসজিদেই হজের ট্রেনিং নেওয়া যাবে।  এ সময় বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। নারী, পুরুষ ও শিশুদের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবখানেই আমার কণ্ঠ সোচ্চার। সব জায়গাতেই আমি এর প্রতিবাদ করে যাচ্ছি বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।তিনি বলেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে সম্মান জানিয়ে সবাই যাতে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেসব ব্যবস্থা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দিয়েছেন।হাজিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনে মুসলিমদের অধিকার রয়েছে। এই অধিকার তাদের দিতে হবে। এটা কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম বিশ্ব এক হলে, ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো। আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। নারী, পুরুষ ও শিশুদের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবখানেই আমার কণ্ঠ সোচ্চার। সব জায়গাতেই আমি এর প্রতিবাদ করে যাচ্ছি। আরব ভূখণ্ডে ফিলিস্তিন তাদের জায়গা তারা পাবে। এটা তাদের অধিকার। মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনির অধিকার আদায়ে আরও এগিয়ে যেতে পারতাম। ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে আমি একমাত্র বোন। একমাত্র বোন হিসেবে আমি সব মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছি আপনারা এক হন।তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। যেখানে সব ধর্মের মানুষের অধিকারের কথা বলা আছে। অথচ ধর্মের নামে মুষ্টিমেয় কিছু মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে।এ সময় প্রধানমন্ত্রী বলেন, সৌদি বাদশার অতিথি হয়ে ওমরাহ করতে গিয়ে হজ ক্যাম্প ঘুরে দেখেছি। হাজিদের কষ্ট দেখেছি ধীরে ধীরে হজ ব্যবস্থাপনা সুন্দর হচ্ছে।এমএইচ
    এবার মুজিবুল হক চুন্নুকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন
    জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুকে এবার এক হাত দিলেন আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)। বুধবার (৮ মে) সুপ্রিম কোর্টে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে চুন্নু স্বৈরাচারের দোসর ছিল তার কথায় এখন আমাকে চলতে হবে?তিনি আরও বলেন, চুন্নু সাহেব বিরোধীদল হয়েও সরকারী দলের বিরোধিতা না করে স্বতন্ত্র প্রার্থীর বিরোধিতা শুরু করেছেন। তাকে আমি বলবো, নিজের দায়িত্ব পালন করুন। সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। পরদিন বুধবার (৮ মে) তার কঠোর সমালোচনা করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার ইচ্ছা ছিল এমপি হলে যেসব জিনিস প্রকাশ করলে জাতির ভালো হয় তা আমি প্রকাশ করবো। এমপি হবার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো প্রকাশ করেছি। আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানী পান, এটা লুকানোর কিছু নাই। আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায়।ফেসবুকে বেতনের কথা উল্লেখ প্রসঙ্গে তিনি বলেন, কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি। বরাদ্দ মানে তো নগদ টাকা না, আমরা ট্রাস্টি মাত্র। আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্যে দিয়েছেন, আমি তাদের কাছে সেটি পৌঁছে দিবো। স্বচ্ছতার জন্যে আমি বলেছি আমি কত কত টাকা পেয়েছি। কিন্তু এটা চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিলেন। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমি সংসদে উত্তর দেবার সুযোগ পাইনি। আমার প্রশ্ন হচ্ছে যে, চুন্নু সাহেব বিরোধিতা করবেন সরকারী দলের কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর। ওনার তো খুশি হবার কথা যে আমরা আমাদের হিসাব দেয়া শুরু করেছি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমার খারাপ লাগছে তার এলাকার মানুষের জন্যে। তাদের কি জানার অধিকার নেই চুন্নু সাহেব এমপি হিসেবে কত টাকা পাচ্ছেন। উনি বলতে চান আমরা যে বরাদ্দের টাকা প্রকাশ না করি। আমি বুঝলাম না আমরা যদি স্বচ্ছ থাকতে চাই, টাকার পরিমাণ বলি জনগণকে তাহলে আমি অপরাধটা কি করলাম। সুমন বলেন, আমার পেশা ব্যারিস্টার, জনগণের স্বার্থে আমি তাদের জন্যে কাজ করতে চাই বলে তাদের ভোটে এমপি হয়েছি। আমি কথা দিয়েছি এমপি হিসেবে আমি একটা টাকাও হারাম খাবো না। সুতরাং সরকার থেকে যে টাকা আসবে সেটি আমি সবার সামনে তুলে ধরবো। তবে চুন্নু সাহেবের মনে হয় রাজনীতি করাটাই পেশা। তার আলাদা কোন পেশা থাকলে এটা নিয়ে তিনি চিন্তা করতেন না।
    হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৪ সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) সকালে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন প্রধানমন্ত্রী। এ বছর বৃহস্পতিবার (০৯ মে) থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে এরইমধ্যে ৪ হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।
    সড়ক-মহাসড়কে সব যানবাহনের গতিসীমা নির্ধারণ, আজ থেকে কার্যকর
    দেশব্যাপী সড়ক-মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও মহানগরীর সড়কে সব যানবাহনের গতিসীমা নির্দিষ্ট করে বিধিমালা অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত রোববার এ বিধিমালা অনুমোদন হলেও আজ থেকে এটি কার্যকর হবে।বিধিমালা অনুযায়ী এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেল ৬০ কিলোমিটার এবং ট্রাক চলবে ৫০ কিলোমিটার গতিতে।সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা শহরের মধ্যে মোটরসাইকেল ও ট্রাক ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবে। অন্যান্য যানবাহনের জন্য এই গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার।যদি কেউ গতিসীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীকে তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।এগুলো হচ্ছে মোটর ভেহিক্যাল স্পিড লিমিট গাইডলাইন-২০২৪ এর কয়েকটি ধারা। যা সড়ক দুর্ঘটনা কমাতে বিআরটিএ প্রথমবারের মতো জারি করেছে।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আজ বুধবার (০৮ মে) সংবাদমাধ্যমকে বলেন, বিভিন্ন ধরনের সড়ক ও যানবাহনের জন্য বিভিন্ন গতির সীমা নির্ধারণকারী এই বিধিমালা আজ থেকে কার্যকর হবে।বিআরটিএ বলছে, এখনো সারা দেশে রাস্তাভেদে গতিসীমা নির্ধারণ করা আছে। তবে সব ক্ষেত্রে সেই গতিসীমা মানা হয় না। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে গতিসীমা থাকলেও অন্যান্য সড়কে থাকে না।সড়ক-মহাসড়কে ও মহানগরীর সড়কে মোটরযানের গতিসীমা নিয়ে গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একাধিক সভা হয়েছে অংশীজনদের সঙ্গে। তবে বিআরটিএ কর্মকর্তারা জানান, যদিও গতিসীমা নীতিমালা ছয় মাস আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সেটি নিয়ে বিভিন্ন সময় কাজ করাতে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে সময় লেগে গেছে। এর আগে সব শ্রেণির সড়কে মোটরযানের গতিসীমা নির্ধারণের জন্য গতিসীমা ম্যাপ তৈরি করা হয়। এ ম্যাপে মহাসড়কের কোন অংশে গাড়ির সর্বোচ্চ গতি কত হবে, তা ঠিক করে দেওয়া হয়েছে।এর আগে ২০১৫ সালে দেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছিল জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। ২০১৫ সালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ঠেকাতে গাড়িতে ‘স্পিড গভর্নর’ নামের একটি যন্ত্রও বসানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।আরআই
    প্রথম দুই ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে: ইসি
    যষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত  ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে এ তথ্য জানান তিনি।এদিকে,  রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ভোটের পরিস্থিতি ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটে অনিয়মের অভিযোগ গ্রহণ ও এর প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বিশেষে অ্যাপের মাধ্যমে।মনিটরিং সেল এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোটের আগে মধ্যরাত ১টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রার্থীর পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের প্রচারণার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এছাড়াও ভোটের ব্যালট পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।আরইউ
    প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে
    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হবে বিকেল ৪টায়। ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন জানায়,  প্রথম ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৫ উপজেলার ৮ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ২৮ জন প্রার্থী।উপজেলাগুলো হলো, মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা, বাগেরহাট জেলার সদর উপজেলা, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, ফেনী জেলার পরশুরাম উপজেলা ও মাদারীপুর জেলার শিবচর। এছাড়া যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানে তিনটি উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে।ভোটকেন্দ্রের নিরাপত্তা বিবেচনায় সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ বা ২১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে ইসি। উপজেলার আয়তন, ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন।এছাড়াও ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি'র ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রে আনসার ব্যাটালিয়ন মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটগ্রহণের আগের দুদিন থেকে, ভোটগ্রহণের দিন ও পরের দুদিনসহ মোট পাঁচদিন নিয়োজিত থাকবেন। অন্যদিকে উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চলে কোস্টগার্ড, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ভোটারের নিরাপত্তায় মাঠে রয়েছেন ১৪ হাজার ৬১০ জন বিজিবি সদস্য, ৪১ হাজার ৫৩০ জন পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের ১১ হাজার ৮৮৩ জন ভ্রাম্যমাণ টিমে রয়েছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য দায়িত্বে রয়েছেন পুলিশের ২৯ হাজার ২২০ জন সদস্য। র‍্যাবের দুই হাজার ৬৪৮ জন ও আনসারের এক লাখ ৫৯ হাজার ৮৭৪ জন সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।এদিকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ৪০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন নিয়োজিত আছেন৷। ভোট গ্রহণের দুদিন পূর্ব থেকে ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আরইউ
    ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন জাপার চুন্নু
    সংসদ সদস্য হিসেবে নিজের সম্মানী ভাতা আর বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।মঙ্গলবার (৮ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের হাউজের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা সবাই ভুক্তভোগী।মুজিবুল হক চুন্নু বলেন, তিনি (ব্যারিস্টার সুমন) বলেছেন- আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান? তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন- ১ লাখ ৭২ হাজার টাকা বেতন (মাসিক) পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তিনি আরও বলেছেন- তিন মাসের মধ্যে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কীভাবে পেলেন- তিন কোটি টাকা গমের জন্য। আর বাকি ২৫ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য।এ সময় স্পিকারকে উদ্দেশ চুন্নু বলেন, এই ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি? আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন, ‘২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই?’ তিনি (সুমন) বলেছেন, ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি।স্থানীয় সরকার এমপিদের যে ২০ কোটি টাকা বরাদ্দ দেয় এ প্রসঙ্গে চুন্নু বলেন, স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে, তারপরে বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলছেন, আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন- এমপি হলে যদি এত লাভ হয়, তাহলে আরও আগে এমপি হতাম।কেবল ‘সস্তা জনপ্রিয়তার জন্য’ নতুন সংসদ সদস্যের এমন আচরণ উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন বিরোধী দলীয় এ সংসদ সদস্য। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন, যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকারসহ ৩৪৯ জন এমপি (সায়েদুল হক সুমন ছাড়া) সম্পর্কে ভুল বার্তা যাবে… তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। এফএস

    সর্বশেষ প্রকাশিত

    রাজনীতি

    সব দেখুন
    ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
    সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবারা (৬ মে) দুপুর দেড়টার দিকে সস্ত্রীক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল মঙ্গলাবর শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম বুধবার দুপুরে ঢাকায় পৌঁছবেন।এর আগে গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, সস্ত্রীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা পালন শেষে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন। এমএইচ
    ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
    সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবারা (৬ মে) দুপুর দেড়টার দিকে সস্ত্রীক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল মঙ্গলাবর শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম বুধবার দুপুরে ঢাকায় পৌঁছবেন।এর আগে গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, সস্ত্রীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা পালন শেষে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন। এমএইচ
    উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে জনগণ: রিজভী
     আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেষ্টাপো বাহিনী নতুনরুপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র- যুবক- শ্রমিক- বুদ্ধিজীবীসহ অধিকার বঞ্চিত জনগণের ওপর দমন-পীড়ন-অত্যাচার-বন্দীশিবির- মত প্রকাশের স্বাধীনতা হরণ, মিথ্যা মামলায় আটক, খুন, ধর্ষণ, শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া, উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে।রুহুল কবির রিজভী বলেন, বুধবার ভোরে পঞ্চগড়ে তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন। বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির জন্য।তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ। তাদের সব কসুর তিনি মাফ করে দেন। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর রক্তপিপাসুর মাত্রা যেন দিন দিন তীব্র হচ্ছে।আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। আমি বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কতৃর্ক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।রিজভী বলেন, লুন্ঠনের রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াপনার বাতাবরণ, বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধি-নিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। নতুন করে ক্ষমতা করায়াত্ত করে নিজেদের সুবিধাভোগী শ্রেণি আওয়ামী অলিগার্কির লুটপাট ও টাকা পাচারের লোমহর্ষক কাহিনী, ক্ষমতাসীনদের নিজের আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেয়ার ধান্দাতে সারাদেশ বিপর্যস্ত। আর তাই ডাকাতি আর লুটের সব অভিনব ঘটনা ঢাকতেই আওয়ামী হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। দেশ যে শুন্যগর্ভ তা আজ নির্মম সত্য। আবারও নতুন করে গুমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হামলা করে রক্তপাতের ধারা বইছে সর্বত্র।
    বিএনপির সমাবেশের ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি
    বিএনপির শুক্রবার নয়পল্টনে সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।শুক্রবার নয়পল্টনে সমাবেশ করবে বিএনপি। খন্দকার মহিদ বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১০ মে) নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় বিএনপি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিএনপি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু। এসএফ
    সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে: রিজভী
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে।মঙ্গলবার (৭ মে) রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বার বার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে পড়লাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে ১২ থেকে ১৮শ গুন।তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যে ১৪১টি উপজেলায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সে নির্বাচনে যাবে না।জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমিন, জান্নাত চৌধুরী, পাপিয়া সরদার, সুমি আক্তার, নাজমা, আছিয়া, ময়না, আসমা, ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতারা।
    সরকারি চাকরির বয়সসীমা নিয়ে যা জানালেন জনপ্রশাসন মন্ত্রী
    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত কোনো সিদ্ধান্ত সরকারের নেই। যদিও বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, আগামীতে বয়সসীমা বাড়াবো কী-বাড়াবো না, বাড়ালে ভালো হবে কিনা? এটা আমাদের (সরকারের) নীতিগত সিদ্ধান্তের বিষয়। বিষয়টি আরো আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সম্পূরক প্রশ্নে রফিকুল ইসলাম বীরউত্তম ও সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন চাকরির বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা আছে কিনা তা জানতে চান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলাম তার প্রশ্নে বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিলো। ইতোমধ্যে আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল ৬২ বছর থেকে ৭২ বছরে এসে পৌঁছেছে। এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে সরকারি চাকরিতে যোগদানের বর্তমান বয়সসীমা শিথিল করে অন্তত ৩৫ বছরের কাছে নিয়ে যান। এটা হলে কর্মসংস্থানের অভাবে আমাদের হতাশাগ্রস্ত তরুণ ও যুব সমাজ প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে। আমি সরকারকে অনুরোধ করবো বয়সসীমা শিথিল করার সময় এসেছে। সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ সৃষ্টির সময় হয়েছে। আমাদের ‘না’ একটা মনোভাব রয়েছে- এটা থেকে বেরিয়ে ‘হ্যাঁ’-তে চলে আসতে হবে।জবাবে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ১৫ বছরে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। চাকরির বয়স ছিলো ২৭ বছর সেখান থেকে বাড়িয়ে ৩০ বছরে উন্নীত করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সেটা ৩২ বছর করা হয়েছে। চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। আমরা সবসময় যুগের সঙ্গে তাল মিলিয়ে জনবল কাঠামো ও নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ণ করে থাকি। যুগের সঙ্গে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি।চাকরিতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার (অবসর) বয়সটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি চাকরি ঘিরে এখন বেশ আকর্ষণ তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবীরা ক্যাডার সার্ভিসে যোগদান করছেন। সরকারি চাকরির পরিবেশ থেকে শুরু করে বেতন কাঠামো নতুন প্রজন্মের কাছে বড় আকর্ষণ তৈরি করেছে। সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ততা একটি সম্মানের বিষয়। আবার চাকরির নিরাপত্তা থেকে শুরু করে বেতন কাঠামো অত্যন্ত সুন্দর এবং কাজের পরিবেশও সুন্দর হয়েছে।বয়স বাড়ানো প্রশ্নে তিনি বলেন, এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা সবসময় বলে আসছি, ফ্রেশ গ্রাজুয়েট যারা তাদের রিক্রুট করতে চাই। এটা সরকারের একটা পলিসি। আমরা বিসিএসের মাধ্যমে দেখে থাকি ২২/২৩ বছর বয়স থেকেই তারা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। তারা ৬/৭ বছর সময় পেয়ে থাকেন। এজন্য তারা যোগদানের যথেষ্ট সময় পাচ্ছেন।প্রধানমন্ত্রী এ বিষয়টি সংসদে জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা সবসময় যুগের প্রয়োজনে নতুন যেটা করলে ভালো হবে সেটা চিন্তা-ভাবনা করে থাকি। তবে আমি মনে করি, এটা নীতিগত সিদ্ধান্ত। সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন বলেন, চাকরির বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষামন্ত্রী একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন। সরকারের এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা?জবাবে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর থেকে এ ধরনের একটি পত্র আমরা ইতোমধ্যে পেয়েছি। আগেই বলেছি এটা আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আরো আলাপ-আলোচনা করবো। তবে আপাতত চাকরির প্রবেশের বয়স বাড়ানোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেই। এটা নিয়ে আরো আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো।
    ১০ মে সমাবেশের ঘোষণা বিএনপির
    তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।এমএইচ
    দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানাবে আ.লীগ
     দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। সোমবার (৬ মে) ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি জানান, এর আগেও আমাদের সব অনুষ্ঠানেই আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি, এবারো দেবো। অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, সবাইকেই আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত দেবো। এর আগে, বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সাধারণ সম্পাদক নিজেই। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপ অনুষ্ঠান উদযাপন করা হবে। ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারাদেশে থানা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়েও এ কর্মসূচি পালন করা হবে। ওইদিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে। এতে পার্টির সভাপতি, নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সমমনস্ক ব্যক্তিদের আমন্ত্রণ জানাবো। মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় আলোকসজ্জা বাদ দেয়া হয়েছে বিদ্যুৎ সংকটের কারণে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। ১১ মে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এদিন আরো বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।এমএইচ

    দেশজুড়ে

    সব দেখুন
    রূপনগরে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    রাজধানীর রূপনগরে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


    সোমবার (০৬ মে) বিকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ২ নম্বর রোডের হাসিনা ভবনের চতুর্থ তলায় 'কারিতাস আলোকিত শিশু প্রকল্প'র আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

     

    আলোচনা সভায় কারিতাস বাংলাদেশের আউটরিচ অফিসার নিতু বিশ্বাস বলেন, বাংলাদেশে ১.১৫ মিলিয়নেরও অধিক পথশিশু রয়েছে। যাদের এক-তৃতীয়াংশ বসবাস করে রাজধানীতেই। বহুবিধ সমস্যার মুখোমুখি দাড়িয়ে এসকল সুবিধাবঞ্চিত পথশিশুরা নানারকম ঝুকিপূর্ণ ও অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বাবা-মা এবং আপনজনদের যত্ন ও ভালোবাসায় সুস্থ্য জীবনযাপনের বিপরীতে উল্টো চরম নির্মমতার মুখোমুখি দাড়িয়ে তারা। অন্ন-বস্ত্র-বাসস্থানের নূন্যতম চাহিদা পুরণের জন্যে যুদ্ধ করতে গিয়ে বহুবিধ মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে এসকল পথশিশুরা।


    তিনি বলেন, ড্রপ-ইন-সেন্টার এবং নাইট শেল্টার সেবার মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের মৌলিক চাহিদা পূরণ, বিপন্নতা হ্রাসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অংশগ্রহণ এখন সময়ের দাবি। এতে করে দেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের মৌলিক অধিকার সুরক্ষিত করা অপেক্ষাকৃত সহজতর হবে। আসুন, সকলে মিলে সম্মিলিতভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেই।


    তিনি আরো বলেন, সম্ভাবনাময় এসকল সুবিধাবঞ্চিত পথশিশুদের সুরক্ষা ও তাদেরকে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কারিতাস আলোকিত শিশু প্রকল্প নিয়মিত কাজ করে যাচ্ছে। কারিতাসের সাথে সাথে দেশের বিবেকবান ব্যাক্তিবর্গ, প্রতিষ্ঠান ও সংগঠনগুলো সহায়ক হলে তাদের অধিকার ও সুবিধা আদায়ে অভিগম্যতা বৃদ্ধি পাবে।


    পরিশেষে নিতু বিশ্বাস আরো বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। আসুন, আমরা সকলে মিলে ওদের দায়িত্ব নেই, সুরক্ষা দেই এবং ওদের জীবনকে আলোকিত করে সঠিক পথ প্রদর্শনে সহায়তার হাত বাড়িয়ে দেই।


    আলোচনা সভায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের স্বেচ্ছাসেবকবৃন্দ, রূপনগর থানার একাধিক পুলিশ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    রাজধানীর রূপনগরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

    রাজধানীর রূপনগরে সরকারি খাল ও জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আভিযানিক দল। 


    সোমবার (০৬ মে) সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উচ্ছেদ অভিযানে সম্ভাব্য বাধা সৃষ্টি  কিংবা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


    এসময় ডিএনসিসির আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান বলেন, ঢাকা মহানগরীর সৌন্দর্য রক্ষা, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সরকারি খাল দখলমুক্ত করণ, চলাচলের সুবিধাসহ নাগরিকদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত ও রাস্তা উন্মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।


    তিনি আরও বলেন, ডিএনসিসির আওতাধীন সমগ্র এলাকায় অবৈধ স্থাপণা উচ্ছেদে পরিকল্পনা মাফিক কর্মসূচীর অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

    এআই 

    রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

    রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। 


    নিহতরা হলেন- বাবুল চিশতি (৪৫) ও অপরজনের নাম জানা যায়নি। তার বয়স ৫০। 


    রবিবার (০৫ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভোরে মৃত ঘোষণা করেন।


    যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউ টার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমরেমুচরে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, স্থানীয়রা পিকআপ ভ্যানের ভিতর থেকে মুমূর্ষু ওই দুইজনকে বের করে রাস্তায় রেখে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


    তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ওই বাসটিতেও কিছু যাত্রী ছিলেন। তবে তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার মত চলে গেছেন। নিহত বাবুল চিশতি পিকআপ ভ্যানটির চালক। আর তার পাশের সিটে বসে থাকা ওই ব্যক্তির নাম পরিচয় ও পেশা জানা যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


    এদিকে, নিহত বাবুল চিশতির স্ত্রী নার্গিস আক্তার জানান, বাবুলের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে। বাবার নাম আব্দুর রশিদ আকন। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকেন। ভাড়ায় পিকআপ ভ্যান চালান তিনি। গতরাত ১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। বের হওয়ার সময় জানিয়েছিলেন, যাত্রাবাড়ী মাছের আড়তে যাবেন। সেখান থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তার। তবে ভোরে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর শুনতে পান পরিবার।

    মতিঝিলে সড়কে পুলিশের উচ্ছেদ অভিযান

    রাজধানীর মতিঝিলে ফুটপাত ও সড়ক দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সামগ্রী অপসারণের সাথে সাথে হকার,অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএমপির মতিঝিল ট্রাফিক পুলিশ বিভাগ।

    রবিবার  (৫ মে) দুপুরে ডিএমপির ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাইনুল হাসানের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাইনুল হাসান বলেন, রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল চৌরাস্তা মতিঝিল ট্রাফিক বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা। এ রাস্তাটি প্রশস্ততাও কম নয়। দুঃখজনক হলেও সত্য যে, এ রাস্তার উভয় পার্শ্বে ভ্যান, ফলের দোকান, উন্নয়নকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল (যথা-ইট-সুরকি-সিমেন্ট-বালু) গ্যাস সিলিন্ডার পরিদৃষ্ট হয়। সড়কে পরিবহন ও নাগরিক সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম মালামাল রাখা সুবিবেচনা প্রসূত কাজ নয়। এটা কোন মতেই কাম্য হতে পারে না।

    তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক মতিঝিল বিভাগের পক্ষ থেকে সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছি।

    ট্রাফিক মতিঝিল বিভাগ মহানগরীর জনদূর্ভোগ লাঘবের পাশাপাশি সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর। এ অভিযান অব্যাহত থাকবে বলেও যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

    আরইউ
    ঢাকায় বজ্রসহ শিলা-বৃষ্টি

    রাজধানী ঢাকাতে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। সঙ্গে শিলা।

    আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় এ শিলা-বৃষ্টি।

    এর আগে রাত ৯টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া।

    শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দেয়। পূর্বাভাসে বলা হয়, সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে হতে পারে ঝড়বৃষ্টি। কয়েক দিনের বৃষ্টির পর কমে যেতে পারে তাপপ্রবাহ।

    এফএস

    কুষ্টিয়ায় জাল ভোটের চেষ্টা, কাউন্সিলরসহ আটক ৩

    কুষ্টিয়া জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কাছে হস্তান্তর করেছে। গ্রেফতার কাউন্সিলরের নাম মীর রেজাউল ইসলাম বাবু।  

    তিনি কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


    বুধবার (০৮ মে) দুপুরে তাকে কুষ্টিয়া শহরের চৌরহাস কেন্দ্র থেকে আটক করা হয়।


    কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, দুপুরে তাকে কুষ্টিয়া শহরের চৌরহাস কেন্দ্র থেকে আটক করা হয়।


    কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, জাল ভোট ও বিশৃঙ্খলার চেষ্টাকালে কুষ্টিয়ার বাড়াদি কেন্দ্র থেকে আরও দুজনকে আটক করা হয়। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এআই 

    মেহেরপুরে জাল ভোট দেওয়ায় ৩ জনকে জেল-জরিমানা

    মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অপরাধে তিনজনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

    বুধবার (৮ মে) সাড়ে তিনটার দিকে বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অপরাধে ঋত্বিক হোসেন নামের এক যুবককে এক মাসের জেল ও তার সহযোগী বাবুল শেখকে দশ হাজার টাকা জরিমানা করেন  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। 

    অপরদিকে একই উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অপরাধে মাহফুজ নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল সাদাত রত্ন।

    আরইউ

    চুয়াডাঙ্গায় কেন্দ্রে প্রবেশে বাধা: দুজন আটক, একজনের কারাদণ্ড

    চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবু সিদ্দিক না‌মে এক ইউ‌পি সদস্য‌কে ৭ দি‌নের কারাদণ্ড দি‌য়ে‌ছে  ভ্রাম্যমান আদালত। এসব ঘটনার সা‌থে জ‌ড়িত আ‌রো ২ জনকে আটক করে থানায় নি‌য়ে‌ছে পুলিশ। 


    বুধবার (৮ মে) সকালে জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়। 


    কারাদণ্ডপ্রাপ্ত আবু সিদ্দিক দামুড়হুদা উপ‌জেলার কুড়ুলগা‌ছি ইউ‌নিয়‌নের প্যানেল চেয়ারম্যান  ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য। আটককৃত অন্যরা হলেন, দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ানের চ‌ন্ডিপুর গ্রা‌মের আব্দুর রাজ্জাক ও জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেন। 


    জানা যায়, দামুড়হুদা উপ‌জেলার চ‌ন্ডিপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে চিহৃত প্র‌তিপ‌ক্ষের ভোটার‌দের ভোট কে‌ন্দ্রে আস‌তে বাঁধাদানের ঘটনায় ইউ‌পি সদস্য আবু সিদ্দিক ও আব্দুর রাজ্জাক হাতাহা‌তি‌তে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। এসময় ভোট কে‌ন্দ্রের বাই‌রে পু‌লিশ তাদেরকে আটক ক‌রে। প‌রে ভ্রাম্যমান আদালত ইউপি সদস্যকে ৭ দি‌নের কারাদণ্ড দেন।  অন্যদিকে, জীবননগর উপজেলার কাটাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের ভোট দিতে বাধা দেন কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমানের সমর্থক সাখাওয়াত হোসেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে জীবননগর থানায় নেয়।


    দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, দামুড়হুদা কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে কাজ করছে। সকালে ভোট শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ ৭ দিনের কারাদণ্ড দেন।


    চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) বলেন, মোট ৩ জনকে আটক করা হয়েছে।  একজনকে ৭ দিনের করাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহাদয়। অন্য দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    উল্লেখ্য, দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দামুড়হুদায় মোট ভোটার  ২ লাখ ৪৭ হাজার ৮২০ জন। নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪১ জন ও পুরুষ ভোটার ১লাখ ২৪ হাজার ৮৭৯ জন।  জীবননগর উপজেলায় দুই জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১লাখ ৫৩ হাজার ২১৫ জন। নারী ভোটার ৭৬ হাজার ৩০০ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ৯১৫ জন। 

    আরইউ
    যশোরের শার্শায় ওষুধের দোকানে চুরি

    যশোরের শার্শায় রাতের আঁধারে একটি ওষুধের দোকানের চালের টিন কেটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এসময় দোকানে থাকা নগদ ৩ লাখ টাকা ও বেশ কিছু মোবাইল রিচার্জ কার্ড চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছে।


    বুধবার (০৭ মে) রাতে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ওষুধ ব্যবসায়ী  বিল্লাল হোসেনের ব‍্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ফার্মেসীতে এ চুরির ঘটনাটি ঘটে।


    বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি হওয়ায় আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই কিন্তু ঐ সময় আমার দোকানে থাকা নগদ ৩ লাখ টাকা নিতে খেয়াল ছিল না। আমি সকালে এসে দোকান খুলে দেখি চোরেরা চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে ড্রয়ারে থাকা ৩ লাখ টাকাসহ অনেক গুলো মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায়।


    তিনি আরও বলেন, আমার দোকানের পাশেই বাজারের নাইটগার্ড থাকে তাহলে কিভাবে আমার দোকান থেকে চুরি করে পালিয়ে যায় চোর।


    এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

    এআই 

    ৩৭ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায়

    চুয়াডাঙ্গায় দীর্ঘ ৩৭ বছর পর অবস‌রে যাওয়া মস‌জি‌দের ঈমাম‌কে রাজ‌কিয় বিদায় দি‌য়ে‌ছে মস‌জিদ ক‌মি‌টি ও মুস‌ল্লিরা।

    মঙ্গলবার (৭ মে) বাদ এশা মস‌জি‌দে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠা‌ন আ‌য়োজন করা হয়।

    মস‌জিদ ক‌মি‌টির সূ‌ত্রে জানা‌গে‌ছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নাম্বার ওয়া‌র্ডের বেলগাছি গ্রামের বা‌সিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চু্য়াডাঙ্গা হাসপাতাল রো‌ডে অব‌স্থিত বায়তুল আমান জামে মসজিদ এর পেশ ঈমাম ছি‌লেন।

    এমতবস্থায় হা‌ফেজ আব্দুল মজিদ বয়‌সের ভা‌রে নু‌য়ে পড়ায় মস‌জিদ ক‌মি‌টি তা‌কে স্বসন্মা‌নে রাজ‌কিয় বিদায় জানায়।

    ৭ মে মঙ্গলবার বাদ এশা বিদায় অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, তা‌কে মস‌জিদ ক‌মি‌টি ওমরা হজ পালন করা‌বেন। এছাড়া নগদ ৩ লাখ টাকা ফু‌লের শু‌ভেচ্ছা দিয়ে বিদায় জানা‌নো হয়। এসময় উপ‌স্থিত মস‌জিদ ক‌মি‌টির লোকজনসহ সাধারণ মুস‌ল্লিরা তা‌কে জ‌ড়ি‌য়ে ধ‌রে কাঁন্নায় ভে‌ঙ্গে প‌ড়েন। প‌রে হা‌ফেজ আব্দুল ম‌জিদ‌কে ফুল‌দি‌য়ে সাজা‌নো মাই‌ক্রোবাসে ক‌রে বা‌ড়ি‌তে পৌ‌ছে দেয় মস‌জিদ ক‌মি‌টি।

    হা‌ফেজ আব্দুল ম‌জি‌দের এই রাজ‌কিয় বিদা‌য়ে তার প‌রিবারসহ গ্রা‌মের সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের ক‌মি‌টি‌কে ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন।

    ‌বিদায় অনুষ্ঠা‌নে মস‌জিদ ক‌মি‌টির সদস্যরাসহ সাধারণ মুস‌ল্লিরা ও অত্র এলাকার হা‌ফেজ ওলামাগণ।

    এফএস

    কমলনগরে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. মেহেদী হাসান নামে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। 


    বুধবার (৮ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।  আটককৃত ব্যক্তি কমলনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।


    কমলনগর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। নির্বাচন কমিশনে বিষয়টি অবহিত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


    এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ওই সহকারী প্রিজাইডিং অফিসার কোন প্রতীকে এবং কতগুলো  জাল ভোট দিয়েছেন, সংশ্লিষ্টদের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, মেহেদী হাসান দোয়াত কলম ও চশমা প্রতীকে প্রায় ৩০ থেকে ৪০ টির মতো ভোট কেটেছেন। 

    আরইউ

    কক্সবাজারে কর্মীদের মারধর করে ২০ মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

    কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের কর্মীদের মারধর করে ২০টি মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশকেও বেধড়ক পেটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।


    বুধবার (০৮ মে) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের পৌর প্রিপ্যার‍্যাটরি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুজিবুর রহমানের লোকজন হামলা চালিয়ে মোবাইলসহ ভোটার স্লিপ ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।


    মেয়র অভিযোগ করে বলেন, পৌর প্রিপ্যার‍্যাটরি কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট দেশি। এ কারণে আনারস প্রতীকের সন্ত্রাসীরা এসে মোটরসাইকেলের কর্মীদের উপর হামলা চালিয়ে ভোটার স্লিপ, ২০টি মোবাইল ছিনিয়ে নিয়ে টেবিল চেয়ার ছুড়ে ফেলেছে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, একজন হাই প্রোফাইল ব্যক্তি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশকেও বেদড়ক পেটাতে দ্বিধাবোধ করেনি তারা।


    ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করে তিনি আরও বলেন, সাধারণ ভোটার যাকে খুশি তাকে ভোট দেবেন। কিন্তু সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করতে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। এছাড়া আরও কয়েকটি কেন্দ্রে তারা ভোটারদের ভয় দেখাতে নানা সমস্যা সৃষ্টি করছেন। আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বলেছি।


    এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামিন বলেন, একটু ঝামেলা হয়েছিল একথা সত্য। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।আমি নিজেই এই কেন্দ্রে উপস্থিত রয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  


    উল্লেখ্য, কক্সবাজার সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেব প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান আনারস প্রতীক, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


    কক্সবাজার পৌরসভা ও ঝিলংজা, পিএমখালী, খুরুশকুল, চৌফলদন্ডী ও ভারুয়াখালী এ পাঁচটি ইউনিয়ন নিয়ে সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৯৯৬ জন। ভোটকেন্দ্র ৮২টি।

    চাঁদপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

    চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অসুস্থ হয়ে মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। 


    মঙ্গলবার (০৭ মে) রাত ১২টার দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি মারা যান।


    মারা যাওয়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ছিলেন। 


    বুধবার (০৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।


    উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


    মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বলেন, ওই ভোটকেন্দ্রে মঙ্গলবার রাতেই তার জায়গায় নতুন করে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। বুধবার সকালে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।

    এআই 

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়াসহ ভোটাদের প্ররোচিত করার দায়ের দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 


    বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযান পরিচালিত হয়।


    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় পোালিং এজেন্ট শাকিব মিয়া (৩৯) কে আটক করে ১৫ দিন এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে পোলিং এজেন্ট হৃদয় মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 


    এছাড়া ভোট কেন্দ্রের চারশো গজ দূরে ভোটারদের অন্যায়ভাবে প্ররোচিত করার সময় রাকিব হোসেন (২৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


    প্রসঙ্গত, প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

    এআই

    কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

    কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মোঃ জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

    নিজ এজেন্টদেরকে কেন্দ্রে আসতে না দেওয়া, কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে বুধবার (৮ মে) দুপুর ১২ টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

    সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, আমি এই নির্বাচন মানি না। আমি পুনরায় নির্বাচন চাই। এটা নিয়ে আমি হাইকোর্টে রিট করবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, তিনি যাতে মনোহরগঞ্জ উপজেলায় পুনরায় উপজেলা নির্বাচন দেন। আমার এজেন্টদের কেন্দ্রে আসতে দেওয়া হয়নি। কয়েকটি স্থানে কেন্দ্র দখল করা হয়েছে। তাই ভোট বর্জন করছি।

    তবে জাকিরেে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোড়া প্রতীকের আবদুল মান্নান চৌধুরী বলেন, জাকির হোসেন তার বিগত দিনের অদক্ষতা এবং মানুষকে সঠিক সেবা দিতে না পারায় জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি জনগণের আস্থা অর্জন করতে পারেননি। এছাড়া ভোট গ্রহণ শুরুর পর থেকে জাকির হোসেন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে তার এজেন্ট না থাকাসহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আর নির্বাচনে তার নিশ্চিত ভরাডুবি বুঝতে পেরে তিনি আবোল-তাবোল বকে ভোট বর্জন করেছেন। 

    উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন। এ উপজেলায় ১১টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৮০টি এবং ভোট কক্ষ ৫৩৫টি। মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ১১ জন এবং মহিলা ১ লাখ ৩ হাজার ৯৬১ জন ।

    আরইউ

    টাঙ্গাইলে বাবার ভোট দিতে গিয়ে ছেলে আটক

    ষষ্ঠ ধাপে প্রথম দফা উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে গিয়ে ছেলে আটক হয়েছেন।


    বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় নাজমুল (১৪) নামের ওই যুবককে আটক করে পুলিশ। সে সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। এছাড়াও শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনারস প্রতীকের সমর্থক নারীসহ দুই পুরুষকে আটক করে পুলিশ। 


    আটককৃতরা হলেন- সিরাজুল (৩০), ইমন (২০) নার্গিস (৪৫)।


    সুবকচনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করেন।


    এ বিষয়ে উর্ধবতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।


    উল্লেখ্য, উপজেলার সুবকচনা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৬৪২ জন। 

    এআই 

    টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

    টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়ার আগেই বিদ্যুৎপৃষ্টে মাসুদ (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ মে) সকালে টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার আকাশী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এ ঘটনা ঘটে।  তিনি ওই এলাকার ইন্তাজ আলীর ছেলে। 

    স্থানীয়রা জানায়, মাসুদ তার নিজ বাড়ীর পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে বাড়ীতে যায়। সেখানে গোসল করে ভোট কেন্দ্রে যাওয়ার কথা ছিল তা। কিন্তু বিধিবাম। গোসলের সময় তার বাড়ীর পানির ট্যাংকিতে পানি উঠানোর এক পর্যায়ে বিদ্যুতপৃষ্ঠ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট বুধবার সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুরে অনুষ্ঠিত হচ্ছে। 

    এআই 
    কিশোরগঞ্জের তিন উপজেলার বেশিরভাগ কেন্দ্র ফাঁকা

    আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় তিনটি উপজেলার ১৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়


    তিনটি উপজেলারই কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ কেন্দ্র সকালের দিকে ছিল ফাঁকা।

     

    সরেজমিনে চালিয়াগোপ সরকারি প্রাথিমক বিদ্যালয়, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়, লক্ষীয়া, পাকুন্দিয়া পৌরসভা, যাইটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং কিশোরগঞ্জ পৌরসভা, চরকাটিহারী, হোসেনপুর,চরবিশ্বনাথপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর চরবিশ্বনাথপুরসহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটার উপস্থিতি কম। এক-দু’জন করে ভোটার আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। ভোটকেন্দ্রে আগতদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের উপস্থিত একেবারের কম দেখা গেছে। 


    জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম বলেন, প্রতিটি কেন্দ্রে যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সকল প্রস্তুতি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। 

    আরইউ

    কোটালীপাড়ায় জাল ভোট দিতে গিয়ে আটক ১

    যষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে কোটালিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জাল ভোট প্রদান করার কারণে একজনকে আটক করা হয়েছে।

    বুধবার (৮ মে) কোটালিপাড়া সকালে তাকে আটক করা হয়।

    ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, রতন অধিকারী (৩৫) নামে একজনকে আমরা আটক করেছি। তিনি চিংড়ি প্রতীক এর পক্ষে জাল ভোট প্রদান করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।ওই কক্ষের এজেন্ট আমাদের বিষয়টা অবগত করলে আমরা তাকে আটক করি।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত রতন অধিকারীকে প্রিজাইডিং অফিসারের রুমে আটকে রাখা হয়েছে বলেও জানান তিনি।

    আরইউ

    সাভারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

    সাভারের আশুলিয়ায় খেলার ছলে ৪ বছরের কন্যা শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনার পর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


    বুধবার (০৮ মে) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে মঙ্গলবার বিকালে আশুলিয়ার কাঠগড়া ডুকাটি গার্মেন্টসের পার্শ্ববর্তী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে আসামিকে গ্রেফতার করে।


    গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- ওই এলাকার একই বাড়ির অন্য কক্ষের ভাড়াটিয়া মো. নূর ইসলাম (৩৭)। তিনি গাইবান্ধা সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে। মঙ্গলবার রাতেই এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন শিশুর মা। নারী ও শিশু নির্যাতন আইনে আশুলিয়া থানায় মামলা নং-৩৪।


    ভুক্তভোগী শিশুটি বাবা-মায়ের সাথে থাকে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার চকমোহন গ্রামে।


    মামলার এজাহার থেকে জানা গেছে, ঘরের বাইরে খেলা করার সময় কৌশলে শিশুকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় নূর ইসলাম। শিশুটির মা প্রায় ডাকাডাকি করেও তাকে খুঁজে পায়নি। প্রায় ৪০ মিনিট পর শিশুটি ঘর থেকে বের হয়ে আসে। শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা শিশুর কাছে জানতে চায় কি হয়েছে। পরে মাকে সব খুলে বলে মেয়ে। ঘটনা জানতে পেরে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে আসামিকে এলোপাতাড়ি মারধর করে। পরে শিশুর বাবা আসামিকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে পুলিশকে খবর দেয়।


    আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে তার। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    এআই 

    পাথরঘাটায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লাখ

    বরগুনা পাথরঘাটায় রাতে আধারে আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়ে গেছে। মঙ্গলবার (০৭ মে ) রাত ৯টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর ৭নং ওয়ার্ডের মোঃ সত্তার তালুকদারের ছেলে প্রবাসী মো. বেলায়েত তালুকদার এর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


    পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে উপজেলা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করে। ঘটনাস্থলে ফায়ার কর্মীরা পৌঁছার আগে সম্পূর্ণ বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।  


    বেলায়েত তালুকদারের স্ত্রী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ তার ঘরের টিনের চালে আগুন দেখতে পায়। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা সকল আসবাবপত্র। পুড়ে যাওয়া সকল আসবাবপত্রের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।


    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।


    নাচনাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ খান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম আসলে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা। ইউনিয়ন পরিষদ থেকে যে সকল সহযোগিতা রয়েছে সকল প্রকার সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে। 

    এআই 

    তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    বরগুনার তালতলীতে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    বুধবার (০৮ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।


    জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ ০১ মৌসুমে উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষককে আউশ ধান বীজ ও সার প্রদান করা হয়েছে।যেখানে প্রতিজন কৃষকে ৫ কেজি উফসী আউশ ধান বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে।


    বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস, বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী প্রমূখ।

    এআই 

    হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

    পটুয়াখালীর বাউফলে হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে রেখে স্বামী ও তার আত্মীয়-স্বজনরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের পরে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা হাসপাতাল থেকে পালিয়ে যান। 

    মঙ্গলবার (৭ মে) বিকেলে জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত তাকিয়া বেগম (১৯) সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের হোসেন হাওলাদারের মেয়ে এবং অভিযুক্ত স্বামী বাউফলের বিলবিলাস এলাকার ফজলু গাজীর ছেলে মিরাজ গাজী।

    তাকিয়া বেগমের চাচাতো ভাই মো. সোহরাব হোসেন বলেন, প্রায় এক বছর আগে মিরাজ গাজীর সঙ্গে পারিবারিকভাবে তাকিয়ার বিয়ে হয়ে। বিয়ের ৫ মাস পর থেকে চাচতো বোন বলতো, স্বামী যখন ঢাকা থেকে বাড়ি ফেরে তখন যৌতুকের জন্য নির্মম নির্যাতন করতো। 

    তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টায় মিরাজ গাজী নির্মম নির্যাতন করে তাকিয়ার শরীরের মাংস থেতলে দেয়। এ সময় তার হাতও ভেঙে যায়। সে অজ্ঞান হয়ে পড়লে তার গলায় শাড়ি পেঁচিয়ে ক্ষত সৃষ্টি করে আত্মহত্যার চেষ্টার নাটক সাজায় স্বামী মিরাজ গাজী। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে স্বামীসহ ও অন্যান্য আত্মীয়-স্বজনরা মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। 

    বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। 

    আরইউ

    কাউখালীতে বাড়ছে অপমৃত্যুর প্রবণতা

    পিরোজপুরে কাউখালীতে দিনের পর দিন বাড়ছে অপমৃত্যুর প্রবণতা। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে শিশু, ছাত্র থেকে বৃদ্ধ পর্যন্ত ৬ জনের অপমৃত্যু হয়েছে। 

    এলাকাবাসী, পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আমরাজুরী ইউনিয়নের দক্ষিণ আমরাজুড়ি গ্রামের মৃত্যু আফজাল বেপারীর ছেলে রফিক বেপারী (৫০) গত ৬ এপ্রিল কীটনাশক পান করে মারা যায়, উপজেলা সদর ইউনিয়নের বাসুরী গ্রামের মৃত্যু জলিল উদ্দিন এর ছেলে হেলাল উদ্দিন (৭০)গত ৮ এপ্রিল গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, একই দিন উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের রবিউল ইসলাম ডাকুয়ার তিন বছরের মেয়ে রুবাইয়া পানিতে ডুবে মারা যায়, উপজেলার পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মনিরুজ্জামানের কলেজ পড়ুয়া ছেলে সানি (১৮) গত ২৩ এপ্রিল গলার রশি দিয়ে আত্মহত্যা করে,উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব শিষা গ্রামের সোহেল হোসেনের দেড় বছরের ছেলে মোরসালিন ২৪ এপ্রিল পানিতে ডুবে মারা যায় । 

    এছাড়া উপজেলার আমরাজুরি ইউনিয়নের গন্তব্য গ্রামের মৃত্যু নিরঞ্জন বরণ বড়ালের স্ত্রী সবিতা রানী বড়াল (৭০) সোমবার ৬মে পাশের বাড়ির শ্যামলী বড়ালের ঘরে রাতে মারা যায়। 

    অপমৃত্যু সম্পর্কে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, মানুষের আচরনিক পরিবর্তন ঘটায় এবং পারিবারিকভাবে হতাশার কারণে অপমৃত্যুর অন্যতম কারণ হতে পারে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, গত এক মাসে কাউখালী থানায় ছয়টি অপমৃত্যুর মামলা হয়েছে। কীটনাশক পান করে ও গলায় রশি দিয়ে যারা আত্মহত্যার করেছে তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে।

    এমআর

    সংস্কারের অভাবে সেতু ভেঙে খালে, দুর্ভোগে বরগুনার হাজারো মানুষ

    বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রামে বেন্টার সুলিজ নামক খালের ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে খালে পড়ে গেছে।

    মঙ্গলবার (০৭ মে) দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, এই সেতুটি দিয়ে নিশানবাড়িয়া, সওদাগর পাড়া, বারো ঘর বাজার, চেয়ারম্যান বাজার, কুয়াকাটা, লাউপাড়া, তাঁতি পাড়া, ফকিরহাট, তালতলী, এই ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য প্রায় ৩০ বছর আগে এলজিইডি বিভাগ নির্মাণ করে এই আয়রন সেতু। 


    জানা যায়, গত ৮ বছরেও সেতুটি সংস্কার করা হয়নি। তখন থেকেই ভাঙা শুরু হয়ে এখন পুরোপুরি ভেঙে খালে পড়ে গেছে। সেতুটির আয়রন পাইলগুলো অনেক আগেই ক্ষয়ে গেছে। 


    স্থানীয়রা জানান, তালতলী বেন্টার সুলিজ সংলগ্ন কবিরাজপাড়া এলাকার খালের উপরের সেতুটির কোন সংস্কার বা দেখার মত কেউ নেই। বর্তমানে একেবারে  ভেঙে পড়ে আছে।


    স্থানীয় বাসিন্দা জানান, এই সেতু দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ এ কারণে বিকল্প পথ প্রায় ২ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ নজর নেই যার কারণে এভাবে অরক্ষিত অবহেলায় সেতুটি। তাদের দাবি দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা হোক।


    স্থানীয় ইউপি সদস্য বলেন, এই সেতু দীর্ঘদিন সংস্কার না করার ফলে সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। দ্রুত একটি নতুন সেতু স্থাপনের দাবিও জানান তিনি।


    তালতলী এলজিইডি প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এই সেতুটির এস্টিমেট করা হবে। এরপরে টেন্ডার হবে, তখন সেতুটির কাজ শুরু হবে।

    এআই 

    শেরপুরে জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

    শেরপুরে নকলায় পাইশকা বাইপাস সড়কে ট্রাকচাপায় ইজিবাইক যাত্রী স্বামী-স্ত্রী, শ্বাশুড়িসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (০৭ মে) রাত ৮টার দিকে নকলার গড়েরগাও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।


    নিহতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বনুকড়া এলাকার বাসিন্দা রাজা মিয়া (৫৫) ও তার স্ত্রী আবেদা বেগম (৫০) এবং শ্বাশুড়ি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকার বাসিন্দা জবেদা বেগম (৭৫)।


    পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুরে আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশাযোগে ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম মারা যান। এতে আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামে আরও একজন মারা যান। আহত বাকি তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এআই 

    ময়মনসিংহে নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ইউএনও

    নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।  


    বুধবার (০৮ মে) সকাল সাড়ে ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ইউএনওর গাড়ি। এ ঘটনায় আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     

    ইউএনওর দেহরক্ষী আল-আমিন হোসেন বলেন, নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও স্যার গুরুতর আহত হন। স্যারকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও তার সহকারী মামুনকে আটক করা হয়েছে।


    ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটি বেপরোয়া গতিতে আসায় এ দুর্ঘটনা হয়েছে। 


    উপপরিদর্শক কামাল আহমেদ আরও বলেন, গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস রেখে চালক পালিয়ে গেছে। গাড়ি দু’টিকে উদ্ধার কাজ চলছে।

    এআই 

    নেত্রকোনায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

    প্রথম ধাপের নির্বাচনে নেত্রকোনার সীমান্তবর্তী দুইটি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল।

    আজ মঙ্গলবার(০৭ মে) জেলার দুই উপজেলার ১২৪টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ৬১টি ও কলমাকান্দায় ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে কেন্দ্রগুলো প্রস্তুতের পাশাপাশি শুধু মাত্র ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচন সরঞ্জাম পাঠানো হয়েছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলার সাতটি কেন্দ্র যাতায়াত ও দূরবর্তী হওয়ায় আজকেই পাঠানো হয়েছে ব্যালেট পেপার।

    নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

    এছাড়াও কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবে বিজিবি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

    প্রথম ধাপের এই উপজেলা পরিষদের নির্বাচনে দুর্গাপুরে এক লাখ ৯৯ হাজার ৪৭০ জন ও কলমাকান্দায় ২ লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলোতে ইতিমধ্যে সকল প্রকার সরঞ্জাম পাঠানো হয়েছে।

    এফএস

    ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকালে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


    নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।


    চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগমী ৮ মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।


    মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ প্রদান করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (৮ মে) তারিখে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।


    জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা হবে।


    ত্রিশালে হজের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    ময়মনসিংহের ত্রিশালে হজের সকল করণীয় বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


    মঙ্গলবার (০৭ মে) বিকেলে ত্রিশাল পৌরসভার নওধার জিরো পয়েন্ট ত্রিশাল কনভেনশন সেন্টারে সালামত হজ ট্রাভেলস এন্ড ট্যুরস ও ত্রিশাল সিকদার হজ কাফেলার সার্বিক আয়োজনে এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় শতাধিক হজ ও ওমরা করতে ইচ্ছুক যাত্রীরা অংশ গ্রহণ করে। 


    এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সালামত হজ্ব ট্রাভেলসের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহিল ওয়াহীদ মাদানী, খতিব মাওলানা আশরাফুল ইসলাম, ত্রিশাল সিকদার হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব আব্দুল কুদ্দুস শিকদার ও হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ প্রমূখ। 

    এআই 
    গাইবান্ধার ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

    নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ। 


    বুধবার (০৮ মে) দুপুর ১টার দিকে কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমি কেন্দ্রে এ ঘোষণা দেন তিনি। জিএম সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।


    জিএম সেলিম পারভেজ বলেন, দলীয় প্রতীক বিহীন এবারের নির্বাচনের আগের রাতে স্থানীয় সংসদের হস্তক্ষেপে ভোটের পরিবেশ কলুষিত করা হয়েছে। এমপির পছন্দের মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আজ সকাল থেকে দুর্গম চরাঞ্চলের অন্তত ৩০টি কেন্দ্র ন্যাক্কারজনকভাবে দখল করে ভোটে কারচুপি করা হয়েছে। আমার এজেন্টদের মারধর করা হয়েছে। আমি সকাল থেকে অন্তত ২০ বার রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি বলেছি কিন্তু তিনি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই।


    তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৩৯ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্রজীবনে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছি।  


    তিনি জানান, আমি এই কারচুপির নির্বাচন বর্জন করলাম। সেই সাথে যারা এই ভোট কারচুপির সাথে জড়িত যারা সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের বিচার দাবি করছি। আজ সুষ্ঠু নির্বাচনে ৮০ ভোটে আমি বিজয়ী হতাম।


    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়ন নিয়ে ফুলছড়ি উপজেলার ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন ৬০ জন প্রিসাইডিং, ৩১৫ জন সহকারী প্রিসাইডিং এবং ৬৩০ জন পোলিং অফিসার।  


    এ উপজেলায় ১ লাখ ২৬ হাজার ৪০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৯৭১ জন ও নারী ৬৩ হাজার ৬৯ জন। ফুলছড়িতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এআই 

    ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে কিশোর আটক

    ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।


    বুধবার (০৮ মে) সকাল ১১টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৯নং বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার সময় উক্ত ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার নাজমুল হোসাইন কর্তৃক আটক হয়।


    আটককৃত রাকিবুল ইসলাম উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে৷ 


    ঘটনার সত্যতা নিশ্চিত করেন দায়িত্বরত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানাভ রাজিব কুমার। তিনি বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এআই 

    তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।


    বুধবার (০৮ মে) সকালে উপজেলার রনচন্ডি বর্ডার আউটপোস্ট (বিওপি) আওতাধীন খয়খাটপাড়া সীমান্তের পিলার ৪৪৬/১৪ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহতরা হলেন- উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী (২৩)।


    স্থানীয়রা বলছেন, ভারতের ১৭৬ ফকির পাড়া বিএসএফ ক্যাম্পের টহলদলের গুলিতে তারা মারা যান। মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে বলে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।


    পুলিশ জানান, মঙ্গলবার সকালে ওই সীমান্ত এলাকায় হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়৷ অন্যদিকে ভারতীয় বিএসএফ ওই যুবকদের লাশ ভারতে নিয়ে যায়। জানা গেছে, তারা অবৈধ ভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল।


    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দু’জনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়। 

    আরইউ

    ফিলিস্তিনের পতাকায় তৈরি ঘুড়ি

    ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে তাদের পতাকার আদলে বানানো ঘুড়ি আকাশে উড়িয়েছেন কয়েকজন যুবক। এসময় ঘুড়ির মাথার অংশের দুই পাশে লাগানো ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।

    কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল বিনোদন পার্কের বাঁধে ঘুড়ি উড়ানো দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ।

    জানা গেছে, ১২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্তের ঘুড়িটি বানাতে সময় লেগেছে এক মাস। কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজন যুবক এই ঘুড়ি তৈরির উদ্যোগ নেন। ঘুড়িটি তৈরি করেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার শিক্ষার্থী লালন শাহ। তাকে সহায়তা করেন ফজলে রাব্বীসহ আরও ১৫ জন।

    আয়োজকরা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে। তারা নির্বিচারে হাজারো শিশু ও নিরীহ মানুষদের হত্যা করছে। বিভিন্ন গণমাধ্যমে হত্যাযজ্ঞের বিষয়ে জানতে পেরে এই ঘুড়ি বানিয়েছেন তারা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন এই যুবকরা।

    কুড়িগ্রামে ধরলার পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল বিনোদন পার্কের পাশের বাঁধে ঘুড়ি উড়ানো দেখতে আসা ফাহাদ আলম বলেন, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলছে। এরই প্রতিবাদে কয়েকজন যুবক ফিলিস্তিনি পতাকার আদলে ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছেন। আমাদের এটা ভালো লেগেছে। প্রতিবাদের ভাষা তীব্র হলে ইসরায়েল ফিলিস্তিনে হামলা বন্ধ করতে বাধ্য হবে।

    ঘুড়ির কারিগর লালন শাহ বলেন, আমরা প্রতিদিন গণমাধ্যমে শিশুসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর খবর পাচ্ছি। ফিলিস্তিনের পতাকার আদলে ঘুড়ি বানিয়ে বিভিন্ন এলাকায় উড়ানো হচ্ছে।

    ঘুড়ি বানানোর কাজে সহায়তাকারী কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, আমরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। বেসামরিক মানুষের ওপর বর্বরতা বন্ধের দাবি জানাচ্ছি।

    এফএস

    উলিপুরে সপ্রাবি'র প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা

    মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 


    মঙ্গলবার (০৭ মে) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ও  নীতিনির্ধারণী কমিটি চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা স্বাক্ষরিত পত্রে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং স্বল্প সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।


    উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জানুয়ারি তিন বছরের জন্য জাহাঙ্গীর হোসেন সভাপতি ও আব্দুল্লাহ হেল কাফিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।


    এমআর

    ভরণপোষণ দেন না চিকিৎসক ছেলে, ভ্যান চালিয়ে সংসার চালান অসহায় বাবা

    নাটোরের গুরুদাসপুরে শেষ সম্বল বসতভিটা লিখে নেওয়া ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে অভিযোগ দিয়েছেন অসহায় মা।

    অভিযুক্ত ওই ছেলে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সুজাউদ্দৌলা। সোমবার (৫ মে) ওই চিকিৎসকের মনিরা বেগম এই অভিযোগ দেন।

    অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের আনন্দ নগর মহল্লার মো. খাইরুল ইসলাম ও মনিরা বেগম দম্পতি ছেলে সুজাউদ্দৌলাকে ডাক্তারি পড়াতে সবটুকু জমি বিক্রি করে দেন। বাবা খাইরুল অসুস্থ শরীরেও অটোভ্যান চালিয়ে সংসার চালান। ছেলে এখন ডাক্তার। তবুও শেষ সম্বল বসতভিটাও মা-বাবার কাছ থেকে লিখে নেন সুজাউদ্দৌলা। শুধু তাই নয়, ভরণপোষণের খরচ চাইলে অকথ্য ভাষায় গালি দেন। এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনও করেন। আর বাড়ি থেকে বেব করে দেওয়ার হুমকি তো রয়েছেই। বাধ্য হয়ে বসতভিটা ফিরে পাওয়া ও ভরণপোষণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন মা মনিরা বেগম।

    বাবা মো. খাইরুল ইসলাম বলেন, অসুস্থ শরীরেও ভ্যানগাড়ি চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করছি। প্রতিদিন ওষুধ কিনতে হয়। যে ছেলের জন্য এতকিছু করেছি, সেই ছেলেও ভরণপোষণ দিচ্ছেনা।

    বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে ডা. মো. সুজাউদ্দৌলা মোবাইল ফোনে বলেন, ‘বাবা-মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন তারা। বাবা স্বেচ্ছায় জমি লিখে দিয়েছিলেন। এছাড়াও জমি-জমা বিক্রি করে এবং কঠোর পরিশ্রম করে পড়াশোনা করিয়েছেন, এমন ঘটনাও সত্য নয়। উপরন্তু বাবা-মাকে ভরণপোষণ দিতে চাইলেও তারা আমার সঙ্গে থাকতে চাননা।

    অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, এটা পারিবারিক বিষয়। অল্প সময়ের মধ্যেই আশা করি সমাধান হয়ে যাবে।

    আরইউ

    ভোটকেন্দ্রে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

    সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভোটকেন্দ্র থেকে নগদ ৯৪ হাজার টাকাসহ ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 


    বুধবার (০৮ মে) দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। 


    বিষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন। 


    তিনি বলেন, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন এই ইউপি চেয়ারম্যান। এসময় তাকে টাকাসহ হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


    প্রসঙ্গত, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিসহ ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে।

    এআই 

    নাটোরে ছেলের ওপর অভিমান করে বাবা-মায়ের বিষ পান

    নাটোরের গুরুদাসপুরে ছেলের ওপর অভিমান করে বাবা-মায়ের এক সাথে বিষ পান করার ঘটনা ঘটেছে। 


    বুধবার (০৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষ পানে গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মো. আলম শেখ ও তার স্ত্রী মোছা. নাজমা বেগম।


    হাসপাতালে চিকিৎসাধীন বাবা আলম শেখ জানান, তার দুই মেয়ে এক ছেলে। একমাত্র সন্তান মো. সবুজ শেখকে তার শেষ সম্বল সকল জমি-জমা লিখে দিয়েছিলেন। ছেলে তাকে কথা দিয়েছিলো সংসারের সকল দায়িত্ব এবং তার সকল ঋণ পরিশোধ করে দিবে। কিন্তু জমি লিখে নেয়ার পর ছেলে তার কথা রাখেনি। এদিকে ঋণের কারনে পাওনাদারদের অপমান নিরবে সহ্য করতে হতো তাকে। তাছাড়াও ছেলে ও ছেলের বউ তাদের স্বামী-স্ত্রী ২ জনের সাথেই খারাপ ব্যবহার করতো। একপর্যায়ে নিজেদের জীবনের ওপর অতিষ্ঠ্য হয়ে তারা স্বামী-স্ত্রী বিষ পান করেছেন।


    ছেলে সবুজ শেখের কাছে বাবা-মায়ের বিষ পানে আত্মহত্যার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার চাচাতো ভাই জুয়েল রানা বলেন, তার চাচা-চাচি ২ জনেই সুস্থ হলে পারিবারিক ভাবে বসে এ বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে।


    গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. স্নিগ্ধা আক্তার জানান, বিষ পান করে স্বামী-স্ত্রী ভর্তি হয়েছে। ২ জনকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে অলম শেখের স্ত্রী নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


    গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তাদের একমাত্র সন্তান তাদের দেখাশোনা করেন না। এ অভিমানে মা-বাবা বিষপান করেছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই 

    সিরাজগঞ্জে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। 

    বুধবার (৮ মে) ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, বুধবার ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরো দুজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট অরবিন্দ কুমার জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে। 

    আরইউ

    নওগাঁর তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রথম ধাপে নওগাঁয় বদলগাছী, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    এবারে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৩ জন প্রার্থী। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১৯১টি ভোট কেন্দ্রে ১৪০৭টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,  তিনটি উপজেলায় মোট ৫লাখ ৩৭হাজার ১৬৯জন ভেটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পত্নীতলা উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৮৯০ জন, নারী ভোটার ১ লাখ ১ হাজার ৩০জন। ধামইরহাট উপজেলায় পুরুষ ভোটার ৭৯ হাজার ৬২৬ জন, নারী ৭৯ হাজার ৬১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। এবং বদলগাছী উপজেলায় মোট পুরুষ ভোটারের সংখ্যা ৮৮ হাজার ২২০ জন, নারী ভোটার ৮৭ হাজার ৭৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, প্রথম ধাপের নির্বাচনে তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ আনসার সদস্য রয়েছেন। এছাড়া কোন ধরেন অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেট, পুলিশের টহল টিম ও বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের টহল টিম ও বিজিবি সদস্যরা কাজ করছেন। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে পারবো।

    আরইউ

    হবিগঞ্জে কাজে আসছে না ৯ কোটি টাকার পানি শোধনাগার

    হবিগঞ্জ পৌরসভার বাসিন্দাদের জন্য পানি সরবরাহ করতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পানি শোধনাগার। এরপর স্থানীয় সরকারমন্ত্রীকে দিয়ে সেই প্রকল্প উদ্বোধনও করানো হয়েছে। তবে ছয় মাস পেরিয়ে গেলেও এই শোধনাগার থেকে একফোঁটা পানিও পায়নি পৌরবাসী। এদিকে নির্মাণকাজ শেষ হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি এখনো পৌরসভার কাছে হস্তান্তর করেনি। এটি কবে উৎপাদনে যাবে কিংবা শোধনাগার থেকে কবে পানি পাওয়া যাবে, তা-ও কারও জানা নেই।


    হবিগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জে পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়। একপর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ফলে নির্মাণকাজ বেশ কিছুদিন বন্ধ থাকে। অবশেষে ২০২২ সালের মাঝামাঝি কাজ শেষ হয়। তবে নতুন জটিলতা দেখা দেয় বিদ্যুৎ-সংযোগ নিয়ে। পৌর কর্তৃপক্ষ পোস্টপেইড মিটার দাবি করলেও বিদ্যুৎ বিভাগ প্রিপেইড মিটার ছাড়া সংযোগ দিতে নারাজ। এভাবে কেটে যায় ১ বছর। শেষমেশ প্রিপেইড মিটার নিতে সম্মত হয় পৌরসভা। 


    মিটার নিয়ে যখন বিদ্যুৎ বিভাগ ও পৌরসভা টানাপোড়েন চলছিল, ঠিক সেই সময় পানি শোধনাগারের প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম ও তার চুরি হয়ে যায়। এসব পুনঃস্থাপন না করেই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ১১ নভেম্বর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে দিয়ে উদ্বোধন করানো হয়। দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুতের মিটার স্থাপন না করায় পানি শোধনাগারটি পরীক্ষা করা যায়নি। ফলে পৌরবাসী এখনো সেখান থেকে পানি পাচ্ছে না। সংকট বাড়ছে হবিগঞ্জে বর্তমানে দুটি কেন্দ্র থেকে সরবরাহ করা পানির তুলনায় গ্রাহকসংখ্যা বেশি হওয়ায় চাহিদা পূরণ হচ্ছে না। 


    সূত্র বলছে, পৌর এলাকার প্রায় ২৫ শতাংশ গ্রাহকের বাসাবাড়িতে ঠিকঠাক পানি যাচ্ছে না। আবার পানি না পেয়েও লাইন বিচ্ছিন্নের আশঙ্কায় মাসে মাসে পানির বিল পরিশোধ করতে হচ্ছে অনেককে। অপরদিকে পানির স্তর নেমে যাওয়ায় নলকূপেও কাঙ্ক্ষিত পানি উঠছে না। এই দাবদাহের মধ্যে পানির তীব্র সংকটের মধ্যে রয়েছে নগরবাসী।


    এব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন বলেন, এ প্রকল্প থেকে ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি শোধন করা যাবে। ঠিকাদারকে অবিলম্বে বিদ্যুৎ-সংযোগ ও মিটার স্থাপনের জন্য বলা হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনের উন্নয়নকাজ চলছে। বিদ্যুৎ-সংযোগ না পেলে এসব উন্নয়নকাজের সময় পাইপলাইনসহ অন্যান্য জিনিসপত্রের ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করা সম্ভব নয়। সবকিছু ঠিকঠাক হলে পৌরসভার কাছে পানি শোধনাগারটি হস্তান্তর করা হবে। কবে নাগাদ হস্তান্তর সম্ভব, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।


    হবিগঞ্জ পৌর পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম বলেন, বিদ্যুতের মিটার নিয়ে যে ঝামেলা ছিল, তা শেষ হয়েছে। জনস্বাস্থ্য অধিদপ্তর এখনো পৌরসভার কাছে পানি শোধনাগারটি হস্তান্তর করেনি। কবে হস্তান্তর করবে, তা-ও জানি না।

    এআই 
    সিলেটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকসহ ৩ জনের

    সিলেট অঞ্চলে পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে সিলেটের কানাইঘাট, মৌলভীবাজারের কমলগঞ্জ এবং হবিগঞ্জের বাহুবলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

    কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ মাহতাব উদ্দিন নামে এক ব্যক্তি মারা যান। তিন ওমান প্রবাসী ছিলেন। সোমবার সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে মারা যান তিনি। নিহত মাহতাব উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র।

    স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিহত মাহতাব উদ্দিন সুরমা নদী তীরবর্তী  মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

    এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যায়।

    স্থানীয়রা জানান, সকাল থেকেও বৃষ্টির সাথে সাথে বজ্রপাত শুরু হয় এসময়ে ছনোয়ার মিয়ার ছেলে সমুজ মিয়া (৩০) জমির সাথে ছড়ায় মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সমুজ মিয়া মারা যান। সে সদ্য বিবাহিত। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদ্য বিবাহিত সমুজ মিয়ার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সাহেব সহায়তার কথা জানিয়েছেন।

    বজ্রপাতে মারা গেছেন হবিগঞ্জের বাহুবলের দানিছ মিয়া (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক। নিহত দানিছ মিয়া সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।

    জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে দানিছ মিয়া নামে (৫৫) মৃত্যু হয়। দানিছ উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক।

    বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, সোমবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে হালেমা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়।

    এমআর

    সিলেটে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘লাকড়ি তোড়া উৎসব’

    সিলেটে উদযাপিত হয়ে গেল সাত শত বছরের ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব। আপাত ধর্মীয় মনে হওয়া এ‍ই উৎসবের পেছনে আছে মানুষে মানুষে সমতার বিষয়ে হজরত শাহ জালাল (রা.) এর জীবনের একটি শিক্ষণীয় ঘটনা।

    সোমবার (৬ মে) সকাল থেকে সিলেট নগরী ও আশপাশের এলাকা থেকে গাড়িতে মাইক বাজিয়ে ও পায়ে হেঁটে আসতে শুরু করেন ভক্ত অনুরাগীরা। যোহরের আজান শেষে হজরত শাহ জালাল (রা) মাজারের মোতাওয়াল্লীর অনুমতিতে মাজার প্রাঙ্গণে ঐতিহ্যের আলোকে বেজে উঠে ঢাক-ঢোল আর ব্যান্ডপার্টির ড্রামস। সেই তালে তাল মিলিয়ে হাজারো মানুষ খালি পায়ে যাত্রা করেন প্রায় তিন কিলোমিটার দূরে সিলেটের শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকার একটি টিলার উদ্দেশে।

    সুফি সাধক হজরত শাহ জালাল (রা) এর ভক্তরা এ মিছিলে স্লোগান দেন ‘লালে লাল, বাবা শাহ জালাল’ কিংবা ‘বাবা শাহ জালাল কি জয়, ৩৬০ আউলিয়া কি জয়’ বলে। আর ভক্তদের হাতে থাকে লালসালুতে জড়ানো দা ও কুড়াল জাতীয় হাতিয়ার যা দিয়ে কাটা হয় টিলায় থাকা গাছের ডালপালা।

    ৭০৩ বছর (মতান্তরে ৭৩৯) ধরে সিলেটের হজরত শাহ জালাল (রা.) এর ভক্তরা পালন করছেন এই ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উৎসব। লাকড়ি অর্থ কাঠ এবং তোড়া মানে কাটা বা ভাঙা। লাকড়ি তোড়া মানে কাঠ কাটা।

    লাকড়ি তোড়া উৎসবে অংশ নেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ। হাজারো ভক্ত লাক্কাতুরার টিলায় পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় মিলাদ শরীফ। সেখানে ভক্তদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

    এ সময় ভক্তরা টিলার গাছের ডালপালা কাটেন। গাছ কাটা নিষিদ্ধ থাকায় কোনো গাছ কাটা হয় না। লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা গাছের ডাল আগে থেকে সংগ্রহ করে বিক্রি করেন।

    পরে লাকড়ি নিয়ে আবারো মাজারের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। মাজারে ফিরে এসব লাকড়ি বড় দিঘীতে তিন বার ডুবিয়ে পাশেই স্তূপ করে রাখেন। এই লাকড়ি আগামী হজরত শাহ জালাল (রা) ওরশের শিরনি রান্নায় ব্যবহার করা হবে।

    এফএস

    মৌলভীবাজারে দুই নেতা-নেত্রীকে বহিষ্কার করল বিএনপি

    দলীয় সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজার জেলার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির দুই জন নেতা-নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

    শনিবার (৪ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বহিষ্কার হওয়া নেতানেত্রীরা হলেন, মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), মৌলভীবাজার জেলা মহিলা দলের সহসভাপতি ডলি বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)। 

    মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

    সেই সিদ্ধান্তের আলোকে নির্বাচনে অংশ নেয়ায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেলা বেগম ও মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিমকে বহিষ্কার করা হয়েছে।

    এমআর

    সিলেটে ৬ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি

    সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে সিলেট অঞ্চল। সকাল থেকেই সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। কখনও মুশলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টির সাথে কোথাও কোথাও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়েছে। 

    সোমবার (৬ মে) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

    সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে দেখা যায় সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৬টার আগ পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ ছিল ২.২ মিলিমিটার। সেখানে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। যেটাকে আমরা ভারী বৃষ্টিপাত বলে থাকি। একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও সামান্য শিলাবৃষ্টি হয়েছে। আষাঢ় মাস ছাড়া টানা বৃষ্টিপাত সাধারণত হয় না। সিলেট অঞ্চলে আবহাওয়া পরস্থিতি কিছুটা ব্যতিক্রম। 

    আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, হিসাব অনুযায়ী ১০ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত, ১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত, ২৩ থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়।

    এসএফ

     

    অনলাইন ভোট

    আন্তর্জাতিক

    সব দেখুন
    ইহুদিবাদ বিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে: বাইডেন
    প্রেসিডেন্ট জো বাইডেন যাকে তিনি ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ বলে বর্ণনা করেছেন সেই প্রসঙ্গটি তুলে ধরেন যেখানে তিনি তার ভাব-গম্ভীর ভাষণে দুটি নিষ্ঠুর ঘটনাকে একসঙ্গে উত্থাপন করেন: হলোকস্টের বার্ষিক স্মৃতিতর্পণ এবং গাজায় সংঘাতের সপ্তম মাসে প্রবেশ।মঙ্গলবার (০৭ মে) যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, বিশ্বে এই ঘৃণা বহু মানুষের অন্তরের গভীরে গ্রথিত রয়েছে।তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে একদল বিধায়ক এবং নাৎসি জার্মানির হত্যাকাণ্ড থেকে প্রাণে রক্ষা পাওয়া কয়েকজন বয়ঃবৃদ্ধ লোকের সামনে ভাষণ দিচ্ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি পরিকল্পিতভাবে ৬০ লাখ ইহুদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নেয়।তার মন্তব্যে বাইডেন সেই ঘটনার সঙ্গে জঙ্গি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন যেখানে ৭ অক্টোবর ১২০০ বেসামরিক ইসরাইলি প্রাণ হারান। এই আক্রমণের কারণে যে সংঘাতের সূচনা হয় তা আজ অবধি চলছে এবং এতে ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।বাইডেন বলেন, অক্টোবরের ওই হামলার পর আমরা যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বেই ইহুদিবাদবিরোধী ভয়াবহ উত্থান দেখেছি। এখন এই যে আমরা আছি, ৭৫ বছর পর নয়, সাড়ে সাত মাস পর আর জনগণ ইতোমধ্যেই ভুলে যাচ্ছে যে এই সন্ত্রাসের সূচনা করেছিল হামাস।ইহুদি সম্প্রদায়কে আশ্বস্ত করে বাইডেন বলেন, আপনারা আছেন, আছেন এবং থাকবেন... ইহুদি জনগণের সুরক্ষা, ইসরাইলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে তার টিকে থাকার অধিকার সম্পর্কে আমার প্রতিশ্রুতি লৌহদৃঢ়— এমনকি আমরা যখন দ্বিমত প্রকাশ করি, তখনো।জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফায়র্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামি স্পিটালনিক বাইডেনের ভাষণের ভূয়সী প্রশংসা করেন এবং এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদ বিরোধিতা শুধু ইহুদিদের জন্য নয়, সবার জন্যই সমস্যা।স্পিটালনিক বলেন, ক্রমবর্ধমান ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব এবং ঘৃণা হচ্ছে এক ধরনের হুমকি, যা প্রত্যেককে খাটো করে, প্রতিটি আমেরিকানের সুরক্ষা এবং আমাদের মূল গণতান্ত্রিক নিয়মনীতি ও মূল্যকে খর্ব করে। এই হুমকির মোকাবিলা করছে প্রেসিডেন্ট বাইডেনের যে স্পষ্ট নৈতিক নেতৃত্ব তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর এরই মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইহুদিবাদ বিরোধিতাকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক জাতীয় কৌশল।তিনি আরও বলেন, আমরা কংগ্রেসের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা দ্রতই ইহুদিবাদ বিরোধিতা মোকাবিলার জন্য প্রস্তাবিত আইনের ওপর ভোটগ্রহণ করে, জাতীয় কৌশল বাস্তবায়নে জোর সমর্থন দেয় এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের অফিস অব সিভিল রাইটস’-এর অর্থায়ন বৃদ্ধি করে, যাতে তারা ইহুদিবাদবিরোধী কর্মকাণ্ডের– আর ক্যাম্পাসে সব ধরনের নাগরিক অধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ তদন্ত করতে পারে এবং তার মোকাবিলা করতে পারে। এখনই এটা পরিষ্কার করার সময় যে ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক সমাজই হচ্ছে এমন সমাজ যেখানে ইহুদি ও সব সম্প্রদায়ের লোক নিরাপদ ও মুক্ত থাকতে পারেন।সূত্র: ভয়েস অব আমেরিকাএসএফ
    ফিলি’স্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি আফ্রিকার দেশ
      ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শেষ রাষ্ট্র হিসেবে তারাও এই তালিকায় যোগ দিল।বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ‘এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐকমত্যে’ যোগ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহামা ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে উঠে। তাই বাহামা ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে।গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে আল জাজিরা।মূলত ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়। তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। গেল ১৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটে ১২টি রাষ্ট্র পক্ষে ছিল, একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত ছিল।এমএইচ
    এক বছরে রোমানিয়ায় আটক হয়েছে ৩,১৩৫ বাংলাদেশি
    অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ২০২৩ সালে রোমানিয়ায় আটক হয়েছেন তিন হাজার ১৩৫ জন বাংলাদেশি। ইউরোপের ভিসামুক্ত চলাচলের অঞ্চল শেঙেনে আংশিক অন্তর্ভুক্তি পেয়েছে রোমানিয়া।সোমবার (৬ মে) রোমানিয়া সীমান্ত পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিনসা আন্দ্রেই আলেকজান্দ্রুর এ তথ্য জানিয়েছেন। খবর- ইনফোমাইগ্রেন্টসের তিনি বলেন, ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট সাত হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসীকে রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক করে বর্ডার পুলিশ। তাদের বেশিরভাগই হাঙ্গেরিতে ঢুকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।অভিবাসীরা সাধারণত পণ্যবাহী লরি, ট্রাক অথবা ব্যক্তিগত গাড়িতে চেপে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রোমানিয়া ছাড়ার চেষ্টা করেন।বর্ডার পুলিশের মুখপাত্রের দেওয়া তথ্য থেকে জানা গেছে, গত বছর অনিয়মিত সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা।২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট তিন হাজার ১৩৫ জন বাংলাদেশি অভিবাসীকে সীমান্ত থেকে আটক করা হয়েছে।যাদের মধ্যে বড় একটি অংশ বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় রোমানিয়ায় এসেছিলেন। কিন্তু পরবর্তীতে নানা কারণে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা।গেলো বছর সীমান্তে আটক হওয়া অভিবাসীদের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের নাম। দেশটির ৮১০ জন নাগরিকের সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করায় আটকে দিয়েছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। এছাড়া নেপালের ৩৫৯ জন, শ্রীলঙ্কার ৩৩০ জন এবং ভারতের ২২০ জন অভিবাসীকে গত বছর সীমান্ত থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রোমানিয়া সীমান্ত পুলিশের মুখপাত্র।
    ব্রাজিলে নিহত বেড়ে ৯০, পানির নিচে শত শত শহর
    কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল। প্রদেশটিতে শত শত শহর পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৩০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। বুধবার (৮ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বন্যার কারণে কয়েকশ শহর পানির নিচে চলে গেছে। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৯০ জন মারা গেছেন এবং প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।বিবিসি বলছে, বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন রয়ে গেছে এবং এখনও নিখোঁজ থাকা ১৩০ জনেরও বেশি লোককে খুঁজে পাওয়ার আশা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।এদিকে চলতি সপ্তাহে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেটি হলে এই অঞ্চলের বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ আকার নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। এছাড়া বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু লোককে সরিয়ে নেওয়ার কাজ করেছে উদ্ধার কর্মীরা।আল জাজিরা বলছে, প্রদেশের রাজধানী পোর্টো আলেগ্রে বন্যায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার বিমানবন্দর ও বাস স্টেশন বন্ধ হয়ে গেছে এবং প্রধান সড়কগুলোও এখন অবরুদ্ধ।মঙ্গলবার বিকেলে এই শহর থেকে আল জাজিরার লাতিন আমেরিকা সম্পাদক লুসিয়া নিউম্যান বলেছেন, পরিস্থিতি ‘খুব মরিয়া’ হয়ে উঠেছে এবং স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।তিনি বলেন, ‘যেদিকেই তাকাই, মানুষের কাছে পানি নেই, বিদ্যুৎ নেই। শহরের কেন্দ্রস্থলের এই অংশে পয়ঃনিষ্কাশন সম্পূর্ণরূপে উঠে এসেছে।’প্রদেশের সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে এবং আরও চারজনের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। আরও ১৩১ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার মানুষ বর্তমানে গৃহহীন।এমআর
    উড়ন্ত বিমানে নারী যাত্রীদের হাতাহাতি,যে সিদ্ধান্ত নিলেন পাইলট
    থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশে উড়াল দেয়া কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে মাঝ আকাশে হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন নারী যাত্রী। একপর্যায়ে তাদের থামাতে গিয়ে লাঞ্ছিত হন ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তারা। নারী যাত্রীদের এমন কাণ্ডে শেষপর্যন্ত বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। খবর গালফ নিউজ ও কুয়েত টাইমসের।গালফ নিউজের সেই প্রতিবেদনে জানানো হয়, থাইল্যান্ড থেকে কুয়েত যাওয়ার পথে মাঝ আকাশে এই সহিংস ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিমানের পাইলট বাধ্য হয়ে বিমানটি ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।কুয়েত এয়ারওয়েজের বরাতে কুয়েত টাইমস জানায়, কাতার এয়ারওয়েজের কেইউ ৪১৪ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। নারীদের হাতাহাতি এমন পর্যায়ে চলে যায় যে নিরাপত্তা কর্মকর্তা তাদের থামাতে গেলে দুজন নারী তাকে বাধা দেন। পরে বিমানটি ব্যাংককে অবতরণ করলে কয়েকজন নারী যাত্রীকে আটক করা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশন বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। তারপর আরও যাচাই-বাছাই করতে দুজন নারীকে ক্রিমিনাল ইভিডেন্স বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো তদন্ত চলছে।এদিকে কুয়েত এয়ারওয়েজ এ ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে  সকল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে প্রতিষ্ঠানটি।এসএফ
    জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ, দুই সামরিক কর্মকর্তা আটক
     ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, তারা দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ দুই সামরিক কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করায় অভিযুক্ত দুই সামরিক কর্মকর্তা ইউক্রেনের সরকারি নিরাপত্তা ইউনিটে কর্নেল পদমর্যাদায় ছিলেন। কিন্তু গোপনে রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার (এমএসবি) এজেন্টদের অন্তর্ভুক্ত ছিলেন তাঁরা। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া দুই কর্নেল জেলেনস্কির দেহরক্ষীদের মধ্যে নিজেদের লোক খুঁজছিলেন, যারা জেলেনস্কিকে অপহরণ ও হত্যা করতে আগ্রহী হবে। তাদের টার্গেটে থাকা অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ এবং এসবিইউ প্রধান ভাসিল মলিউক। আরও দাবি করা হয়েছে, ষড়যন্ত্রকারী দলটি গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভকে গত ৫ মের আগেই হত্যা করতে চেয়েছিল। এসবিইউ-এর মতে, ষড়যন্ত্রকারীরা তাদের টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছিল—যেন তাঁর ওপর রকেট এবং ড্রোন হামলা দিয়ে হামলা করা যায়। এসবিইউ প্রধান ভ্যাসিল মালিউক দাবি করেছেন, ওই হামলাটিকে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়া ভ্লাদিমির পুতিনের জন্য একটি উপহার হিসেবে দেখছিল ষড়যন্ত্রকারীরা। আজ মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন পুতিন। অপারেশনটিকে রাশিয়ার বিশেষ নিরাপত্তা পরিষেবাগুলোর ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে মলিউক বলেন, ‘তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, শত্রু শক্তিশালী এবং অভিজ্ঞ, তাকে অবমূল্যায়ন করা যায় না।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই কর্নেলকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রস্তুতির সন্দেহে আটক করেছে এসবিইউ। পাশাপাশি পুরো প্রক্রিয়াটির তদারকি করছিলেন এমন তিনজনের নাম উল্লেখ করেছে সংস্থাটি। তাদের মধ্যে একজনের সঙ্গে গ্রেপ্তার হওয়া কর্নেলদের একজন প্রতিবেশী একটি ইউরোপীয় রাষ্ট্রে গোপন বৈঠক করেছিলেন।উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার চেষ্টা করছে বলে দাবি করে আসছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। গত মাসেও এমন অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।এমএইচ
    প্রেসিডেন্ট হিসেবে ৫ম বারের মতো শপথ নিলেন পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার দুপুরে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রু হলে ৫ম বারের মতো শপথ নেন ৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিন।গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন এই নেতা।সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে।শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। মস্কোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভিকেও নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল এবং তিনি উপস্থিত ছিলেন।  তবে পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে দেখা যায়নি।তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর ‘অন্যায়’ অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ১৯৯৬ সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন ভ্লাদিমির পুতিন । পরে তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিনের বদন্যতায় ১৯৯৯ সালে প্রথমাবরের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। ওই বছর পুতিনের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে অবসরে গিয়েছিলেন ইয়েলেৎসিন।পরে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন পুতিন। ২০০৪ সালের নির্বাচনে ৭১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন।যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না। তাই ২০০৮ সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন— উভয়ই জয়ী হয়েছিলেন।এসএফ
    পাগলু গানে সেই নাচের ভিডিও শেয়ার করে যা বললেন নরেন্দ্র মোদি
    ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে আজ (৭ মে)। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের এক ভিডিও শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওতে দেখা যায়, জনসমুদ্রে ঘেরা একটি মঞ্চে নানা কায়দা করে হাঁটছেন ও নাচছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে টালিউড অভিনেতা দেব অভিনীত ‘পাগলু’ সিনেমার ‘লে পাগলু ডান্স’ গান।তবে এই ভিডিওটি সত্য নয়। মূলত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রকৃত ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীর ছবি বসিয়ে তৈরি করা হয়েছে। আর সেটিই ছড়িয়ে পড়েছে সোশ্যালে।ভারতয়ী সংবাদমাধ্যম এনডিটির খবর অনুযায়ী নরেন্দ্র মোদির শেয়ার করা পোস্ট দেখে বোঝা যাচ্ছে, ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়েছে এথেয়িস্ট কৃষ্ণ নামের একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে ক্যাপশন, ‘ভিডিওটি পোস্ট করছি। কারণ আমি জানি এর জন্য “ডিক্টেটর” গ্রেপ্তার করবে না আমাকে।’এই ভিডিওটিতেই নজর পড়তে তা নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অসংখ্য দর্শকের সামনে নাচের ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেলাম। এই ভোটের ভরা মৌসুমে এ ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দদায়ক।’ এদিকে ভোটের মধ্যে হঠাৎ করে কেন নিজের এমন নাচের স্পুফ ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদি, সেটি নিয়ে নানা মন্তব্য রাজনৈতি বিশ্লেষকদের। তাদের মতে, এর পেছনেও কোনো কারণ রয়েছে। কেননা, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে প্রায় একই ধরনের ভিডিও শেয়ার করার কারণে কয়েকজন এক্স ব্যবহারকারীকে নোটিশ করেছে পুলিশ।
    প্রেমিকার মান ভাঙাতে রাশিয়ায় গিয়ে মার্কিন সেনা গ্রেপ্তার
    প্রেমিকার মান ভাঙাতে রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্তকে বেড়াতে গিয়েছিলেন মার্কিন সেনা গর্ডন ব্ল্যাক (৩৪)। আর সেখানে তাঁকে ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার করেছে রাশিয়া। মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে রাশিয়া। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গর্ডন ব্ল্যাক দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে কর্মরত ছিলেন। ব্ল্যাক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট কাভাজোসের বাসিন্দা। তিনি বিবাহিত হলেও ভ্লাদিভস্তকে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দেখা করতে। তাঁরা বলছেন, ব্ল্যাকের গ্রেপ্তার রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শীতল করে তুলবে। মার্কিন সশস্ত্র বাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ ব্ল্যাকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারের পরপরই রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। সিনথিয়া স্মিথ আরও বলেন, ‘রাশিয়া গ্রেপ্তার সেনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দিচ্ছে।’ তিনি জানিয়েছেন, এরই মধ্যে ব্ল্যাকের পরিবারকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। তবে পরিবার কী প্রতিক্রিয়া দিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। মার্কিন কর্মকর্তাদের মতে, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত এক রুশ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ব্ল্যাকের। গত শরতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর কিছুদিন পর সেই রুশ নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে চলে যান। সেই নারীর চলে যাওয়ার পেছনে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের কোনো হাত আছে কি না, তা জানা যায়নি। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ব্ল্যাক মার্কিন সেনাবাহিনীর একজন পদাতিক সেনা। তিনি যে রাশিয়া যাচ্ছেন, তা তিনি তাঁর ইউনিটকে জানাননি, এমনকি তিনি অফিশিয়াল কোনো অনুমতিও নেননি। তাঁরা আরও জানিয়েছেন, কিছুদিনের মধ্যে ব্ল্যাককে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরত পাঠানো হতো। এর আগে উত্তর কোরিয়ায় গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ট্রাভিস কিং নামে এক মার্কিন সেনা। এ ছাড়া, রাশিয়ায় যেসব মার্কিন নাগরিক গ্রেপ্তার হয়েছিলেন তাঁদের মধ্যে করপোরেট সিকিউরিটি এক্সিকিউটিভ পল হেলান, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ, ট্রাভিস লিক, মার্ক ফোগেল, আলসু কোরমাশেভা এবং সেনিয়া খাভানা উল্লেখযোগ্য।এমএইচ
    হজ ভিসায় নতুন নিয়ম আনল সৌদি সরকার
    সৌদি আরব হজ ভিসায় নতুন বিধান আরোপ করেছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এই ভিসা নিয়ে শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরভ্রমণ করা যাবে।ঘোষণায় বলা হয়, ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া হজযাত্রীরা শুধু হজ ভিসা দিয়েই জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন।মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে কোনো কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজভিসা বৈধ নয়। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি না-ও পেতে পারেন। তাকেদেশ থেকেও বের করে দেওয়া হতে পারে।মন্ত্রণালয় আরও জানায়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজপালন করতে চান, তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়েরমধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারেনিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে।সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকরেজিস্ট্রেশন চালু করেছে। হজ ভিসার আবেদনের জন্য ভিসা প্ল্যাটফর্মে লগইন করে উপযুক্ত পরিষেবা নির্বাচনএবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।সব নিয়মনীতির প্রতি সম্মতি জানিয়ে আগে থেকেই ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। কারণ, সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত তিন কার্যদিবস পর্যন্ত সময় লাগে।এআই 

    বিনোদন

    সব দেখুন
    প্রভার প্রেমিক হতে চাইলে ছেলের থাকতে হবে দুইটি গুণ
    টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই অভিনয় করলেও ব্যক্তিগত কারণে মাঝে অভিনয় থেকে কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। তবে সব ভুলে আবারও অভিনয়েই মন দিয়েছেন এই অভিনেত্রী। মাঝখানে গুঞ্জন উঠেছিলো এক সংগীত তারকার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী প্রভা। বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। যদিও তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরমধ্যেই হঠাৎ করে দুইবছর আগে প্রভা জানান তিনি সিঙ্গেল। এরআগে ২০২০ সালের  মার্চে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প গল্প শুনিয়েছিলেন এই অভিনেত্রী।তৃতীয় শ্রেণিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা। সেটা আবার ঈদের সময়। একটা কার্ডের মধ্যে লেখা ছিল। চিঠিটা পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা। সেই গল্পে প্রভার ভাষ্যটা এমন, ‘আম্মু যদি জানতে পারে, আমাকে তো মেরেই ফেলবে!’ এরপর প্রভা তাঁর তুতো বোনকে চিঠিটা দেখান। ওই বোন তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ে। তারপর দুজন মিলে সেই চিঠিটা কুচি কুচি করে কেটে ফেলেন, পাছে ধরা পড়ে যান সেই ভয়ে। তারপর সেই টুকরো অংশগুলোও আলাদা আলাদা করে লুকিয়েছিলেন।প্রভার কাছে তখন জানতে চাওয়া হয়েছিল, প্রভার প্রেমিক হতে হলে কী যোগ্যতা থাকা লাগবে? প্রভা যেটা বলেছিলেন, যোগ্যতার তালিকাটা দীর্ঘ নয়। বরং প্রেমিক বা পাত্রের দুটি গুণ থাকলেই চলবে। এক— শতভাগ বিশ্বস্ত হতে হবে। আর দুই নম্বর—কোনোভাবেই মাদকের সঙ্গে সম্পর্ক থাকা যাবে না। ব্যস, এই গুণ দুটো হলেই চলবে। এ দুটো ছাড়া আর সবকিছু মানিয়ে নিতে পারবেন। প্রভা ভালো করেই জানেন, ভালো-মন্দ মিলিয়েই মানুষ। তবে কেউ যদি প্রতারণা করে, তখন সম্পর্কের আর কিছু থাকে না।
    শাকিব-বুবলীর বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রযোজক ইকবাল
    ২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসেছিলেন শবনম বুবলী। ছবির অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবির নায়িকা হয়েছেন বুবলী।কিন্তু ‘বীর’ নামের ছবিটির কাজ শেষ হওয়ার পর এই জুটি ভেঙে যায়। তারপর প্রেম, বিয়ে নিয়ে এই দুজন তারকার সংবাদ প্রকাশ হতে থাকে মিডিয়ায়। কিন্তু বরাবরই দুজন খবরগুলো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এর পরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। সেখানেই জন্ম দেন প্রথম পুত্র সন্তান শেহজাদ খান বীরের। বছরখানেক বাদে সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। জানান, তার সন্তানের পিতা শাকিব খান। পূবাইলে শাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে। যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই। এক ছাদের নিচে তারা থাকছেন না লম্বা সময় ধরেই। বুবলীর দাবি, শাকিবের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি। দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে। তবে এক সময়ের শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবালের দাবি, শাকিব-বুবলীর বিয়েই হয়নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি। শাকিব খান ও বুবলীকে নিয়ে ‘পাসওয়ার্ড’ সিনেমা নির্মাণ করেছিলেন ইকবাল। ‘বীর’ সিনেমার শুটিংয়েও সময়ও সেখানে উপস্থিত ছিলেন তিনি। বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতেন ইকবাল। কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন তিনি। বিষয়গুলো উল্লেখ করে ইকবাল বলেন, ‘শাকিব খান ও বুবলীর বিয়েই হয়নি। শাকিব নিজেই আমাকে একাধিকবার এই কথা বলেছেন। তবে বুবলী বলেছেন, তাদের কাবিন হয়েছে। আমি বুবলীকে বলেছি, কাবিন হলে তোমাদের কাবিননামা দেখাও। সে কাবিননামা দেখাতে পারেনি।’বীর সিনেমার শুটিংয়ের কথা উল্লেখ করে ইকবাল বলেন, ‘যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয়, তখন আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম- ক্যামেরা যেন বুবলীর পেট পর্যন্ত না যায়। বুক থেকে মাথার উপরে থাকে। আসলে আমি সবই জানতাম, কিন্তু এসব নিয়ে কখনো কথা বলতাম না।’ইকবাল বলেন, ‘‘শাকিব যখন আমাকে বুবলীর বিষয়টা জানায়, তখন আমি তাকে বলি- ‘তুমি কাজটি ঠিক করোনি।’ আমি সঠিক ছিলাম। যদি শাকিব এমন কিছু না করতো, তাহলে তাকে আজ এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হতো না।’’
    প্রকাশ হলো ‘তুফান’ সিনেমার টিজার, শাকিবের ঝড়
     তোড়জোড় চলছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘তুফান’ নিয়ে। দিন ঘনিয়ে আসছে সিনেমাটি মুক্তির।  বেলা ২টায় নির্মাতা রায়হান রাফি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়। বিশেষ দ্রষ্টব্য, এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’বিকেল সাড়ে ৫টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তাঁর ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন। যেখানে রীতিমতো ঝড় তুললেন শাকিব। এর আগে শাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি।১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মুডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’, কথা শেষ না হতেই বিশাল এক অস্ত্র দিয়ে গুলি চালিয়ে সব তছনছ করে দেন শাকিব। এরপরেই দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝর তুলেছে। তবে দুক্ষিণ ভারতীয় স্টাইলের অ্যাকশনের আদলে শাকিবের মাঝে ‘অ্যানিমেল’ সিনেমার রাণবীর কিংবা কেজিএফের যশের ছায়াও খুঁজছেন অনেকে। জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। ভারতের কেজিএফ, পুষ্পার মতোই একটি অ্যাকশনধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি। তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।এমএইচ
    সৎ ছেলে ইব্রাহিমের ছবিতে মনের কথা জানালেন কারিনা
    সম্প্রতি কারিনা কাপূর সৎ ছেলে ইব্রাহিমের ছবি দেখে নিজের মনের কথা জানালেন। সৎ ছেলে এবং মেয়ের সাথে যে কারিনা বেশ ভালো সম্পর্কই রেখে এসেছেন তা স্পষ্ট। ‘কফি উইথ কর্ণ’-এর শো-তে এক বার কারিনা কাপূর খানকে, করন জোহর প্রশ্ন করেন, সইফের প্রথম পক্ষের সন্তান তাঁকে কী নামে সম্বোধন করলে তিনি খুশি হবেন? সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান কি তবে তাঁকে ‘ছোটমা’ বলে ডাকেন? জবাবে ‘না’ বলে দিয়েছিলেন কারিনা কপূর খান। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁদের মা আছেন। তিনি তাদের মা না, বরং তাঁদের বন্ধু হয়ে থাকবেন। তার প্রমাণ মিলল সম্প্রতি।    আরও অনেক আগেই দ্বিতীয় বার সংসার পেতেছেন সইফ আলি খান। সইফ বিয়ে করেছেন কারিনা কাপূরকে। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ের পর থেকেই জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম আর মেয়ে সারা আলি খান থাকেন তাদের মায়ের সাথে। মূলত সইফ এবং অমৃতা সিংহের বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই মানুষ তাঁরা। তখন অনেকের মনেই প্রশ্ন ছিল, ‘সৎমা’ কারিনার সঙ্গে কেমন সম্পর্ক হবে সারা আর ইব্রাহিমের? কিন্তু সব জল্পনাকল্পনাকে পিছনে ফেলে কারিনা বারবার প্রমান করেছেন তাঁদের বন্ধুত্ব।   সম্প্রতি ইনস্টাগ্রামের সদস্য হয়েছেন নবাব পুত্র ইব্রাহিম, সেই সময় তাঁকে স্বাগত জানিয়েছিলেন কারিনা। এবার নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ছবি দিয়েছেন ইব্রাহিম। আর তাতেই কারিনা লেখেন, ‘‘তুমহারা কোয়ি হক নেহিঁ বনতা কে তুম ইতনে হ্যান্ডসাম লাগো (তোমাক এত সুন্দর দেখাচ্ছে যে মনে হয়, এই সৌন্দর্যে তোমার কোনও অধিকার নেই)’’।প্রসঙ্গত, ইব্রাহিম এবং সারা দু’জনেই কারিনার খুব কাছের। পরিবারের বাকি সদস্যদের মতো খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা দেবেন ইব্রাহিমও।এবি

    অর্থ-বাণিজ্য

    সব দেখুন
    বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
     সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টারা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে ব্যাংক রিপোর্টারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন।ইতোমধ্যে টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজে, নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে সংগঠনগুলো।এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজন জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক সাংবাদিকরা।এমএইচ
    একলাফে ৪ হাজার ৫০২ টাকা বাড়লো স্বর্ণের দাম
    দুই দিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বুধবার (৮ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, রোববার (৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৫ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সনি-র‍্যাংগসের শোরুম
    সনি-র‍্যাংগস নামে পরিচিত ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শোরুমের উদ্বোধন করেছে। সোমবার (৬ মে) শপিং মলটির ডি ব্লকের ৬ নম্বর লেভেলে ১০৬-১০৯ নম্বর দোকানে ‘সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোন’ নামের এই শোরুম উদ্বোধন করা হয়।২০১০ সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার-বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়। ১৪ বছর পর নতুন আঙ্গিকে নতুন স্থানে এই শোরুমের উদ্বোধন করা হলো। এখানে আসলে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ ওএলইডি টিভি, ফোরকে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেমের।পাশাপাশি থাকছে অফিশিয়াল এলজি ফোরকে ইউএইচডি, ন্যানোসেল এবং ওএলইডি টিভি, এআই ইনভার্টার রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ার্লপুল, ইলেক্ট্রলাক্স, কেলভিনেটর, র‍্যাংগস, ফিলিপসসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র‍্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক।র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। রিকি লুকাস বলেন, বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে র‍্যাংগস ইলেকট্রনিকসের এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    'মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে ১৬০টি দেশের মানুষ'
    বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাক শিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ শুধু আজকের বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে বলছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।মঙ্গলবার (৭ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ডেনিম মেলাগুলোর মধ্যে প্রশংসনীয় আয়োজন এটি। এবারের ডেনিম এক্সপোতে ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। যা আমাদের জন্য গর্বের বিষয়। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এ দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ  আসে এই শিল্প থেকে। প্রায় ৪০ লাখ কর্মী আছেন এই শিল্পে। যার ৬৫ শতাংশ নারী। এদেশের ২ কোটি মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এদেশে এই শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। গত বছর এদেশে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৭ বিলিয়ন ডলারের বেশি।বস্ত্রমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশকে ডেসটিনেশন হিসেবে নেবেন। পোশাকের যথাযথ মূল্য আপনারা দেবেন। আফ্রিকার কোন নন কম্প্লায়েন দেশের পোশাকের তুলনায় এদেশে পোশাকের মূল্য একটু বেশি হবে, হওয়াটাই স্বাভাবিক।তিনি বলেন, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা অত্যন্ত চৌকস। তারা প্রত্যেকটা চ্যালেঞ্জ অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পোশাক শিল্পকে তারা আরও এগিয়ে নিয়ে গেছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বর্তমান প্রেসিডেন্ট এস.এম. মান্নান কচি, এইচএন্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপীয়র আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান প্রমুখ।এসএফ
    একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
    মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার (৬ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, শনিবার (৪ মে) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে গত ১৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৪ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    এবার ভরিতে ১৮৭৮ টাকা কমল স্বর্ণের দাম
    দেশের বাজারে টানা ৮ দফায় সোনার দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে।এর আগে গত ৩০ এপ্রিল, ২৯ এপ্রিল, ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল ৭ দফা সোনার দাম কমানো হয়। সর্বশেষ ৩০ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম ৪২০ টাকা কমানো হয়।এফএস
    এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা
    ডলারের দাম এক লাফে ৭ টাকা বেড়ে ১১০ থেকে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনে ডলারের অফিসিয়াল দাম ঘোষণা করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।কিন্তু গতবছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।ডলারের দাম বৃদ্ধিতে আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের, মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ১১৭ টাকা যে ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ক্রলিং পেগের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে ভালো। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমাদের দেশ আমদানিনির্ভর। অনেক দিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করেই ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। বিশেষ করে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক, এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবে আমদানিকারকরা।তিনি আরও বলেন, হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ার এমন সিদ্ধান্তে চাপে পড়বেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, মানুষ কষ্ট পাবে। তবুও আমাদের অর্থনীতিকে একটা জায়গাতে আনতে হবে। এ ক্ষেত্রে ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে। বাংলাদেশ ব্যাংকের উচিৎ হবে সব দিক বিবেচনায় নেয়া।এসএফ
    বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
     সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টারা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে ব্যাংক রিপোর্টারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন।ইতোমধ্যে টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজে, নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে সংগঠনগুলো।এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজন জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক সাংবাদিকরা।এমএইচ
    একলাফে ৪ হাজার ৫০২ টাকা বাড়লো স্বর্ণের দাম
    দুই দিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বুধবার (৮ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, রোববার (৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৫ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সনি-র‍্যাংগসের শোরুম
    সনি-র‍্যাংগস নামে পরিচিত ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শোরুমের উদ্বোধন করেছে। সোমবার (৬ মে) শপিং মলটির ডি ব্লকের ৬ নম্বর লেভেলে ১০৬-১০৯ নম্বর দোকানে ‘সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোন’ নামের এই শোরুম উদ্বোধন করা হয়।২০১০ সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার-বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়। ১৪ বছর পর নতুন আঙ্গিকে নতুন স্থানে এই শোরুমের উদ্বোধন করা হলো। এখানে আসলে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ ওএলইডি টিভি, ফোরকে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেমের।পাশাপাশি থাকছে অফিশিয়াল এলজি ফোরকে ইউএইচডি, ন্যানোসেল এবং ওএলইডি টিভি, এআই ইনভার্টার রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ার্লপুল, ইলেক্ট্রলাক্স, কেলভিনেটর, র‍্যাংগস, ফিলিপসসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র‍্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক।র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। রিকি লুকাস বলেন, বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে র‍্যাংগস ইলেকট্রনিকসের এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    'মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে ১৬০টি দেশের মানুষ'
    বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাক শিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ শুধু আজকের বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে বলছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।মঙ্গলবার (৭ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ডেনিম মেলাগুলোর মধ্যে প্রশংসনীয় আয়োজন এটি। এবারের ডেনিম এক্সপোতে ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। যা আমাদের জন্য গর্বের বিষয়। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এ দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ  আসে এই শিল্প থেকে। প্রায় ৪০ লাখ কর্মী আছেন এই শিল্পে। যার ৬৫ শতাংশ নারী। এদেশের ২ কোটি মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এদেশে এই শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। গত বছর এদেশে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৭ বিলিয়ন ডলারের বেশি।বস্ত্রমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশকে ডেসটিনেশন হিসেবে নেবেন। পোশাকের যথাযথ মূল্য আপনারা দেবেন। আফ্রিকার কোন নন কম্প্লায়েন দেশের পোশাকের তুলনায় এদেশে পোশাকের মূল্য একটু বেশি হবে, হওয়াটাই স্বাভাবিক।তিনি বলেন, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা অত্যন্ত চৌকস। তারা প্রত্যেকটা চ্যালেঞ্জ অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পোশাক শিল্পকে তারা আরও এগিয়ে নিয়ে গেছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বর্তমান প্রেসিডেন্ট এস.এম. মান্নান কচি, এইচএন্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপীয়র আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান প্রমুখ।এসএফ
    একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
    মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার (৬ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, শনিবার (৪ মে) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে গত ১৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৪ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ

    শিক্ষাঙ্গন

    সব দেখুন
    কাল জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিতে) ২০২২-২৩  শিক্ষাবর্ষের (৫২ তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের  প্রবেশিকা অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।আগামীকাল, বৃহস্পতিবার (০৯ মে) বিকাল ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন ইউজিসি সদস্য অধ্যাপক ড.মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং অনুষ্টানে সভাপতিত্ব করবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম এছাড়াও অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখবেন জাবি শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হাসান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য নিশ্চিত করা হয়।এআই 
    শেকৃবির হল থেকে মাদকসহ আটক ৫
    রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) চার বহিরাগতসহ এক সাবেক শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এবং হল প্রশাসন। মঙ্গলবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ছাদ এবং হলগেট থেকে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— রায়হান হুসাইন, আতিকুর রহমান, আমিরুল ইসলাম শান্ত, শামীম আহম্মেদ এবং শুভ। এদের মধ্যে রায়হান ও শান্ত উভয়ই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শামীম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আতিকুর রহমান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শুভ শেকৃবি থেকে ড্রপআউট হওয়া শিক্ষার্থী।জানা যায়, নবাব সিরাজউদ্দৌলা হলের এ ব্লকের ৩১১ নম্বর রুমে সোমবার রাতে এসে উঠেন আতিকুর রহমান। বাকি তিনজন বহিরাগত হলে এসে ভিন্ন রুমে ছিলেন। বিকালে রায়হান, শুভ, শামীম ও শান্ত মিলে হলের ছাদে মাদক সেবনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের হাতে আটক হন। অন্যদিকে আতিকুর রহমানকে মাদকসহ হল গেট থেকে আটক করা হয়। পরে তাদের ৫ জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুম বলেন, আমরা আসলে ভীষণ লজ্জিত।বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ে আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হারুন-উর-রশিদ বলেন, আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। যারা মাদক বহন করবে, মাদক খাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে, তাদের ক্ষেত্রে আমরা শক্ত অবস্থান নেব। কোনোক্রমেই তাদের ছাড় দেওয়া হবে না।এসএফ
    ইবিতে শিক্ষার্থীদের বিড়ম্বনার নাম সংস্কারবিহীন সড়ক
    দীর্ঘদিনের সংস্কারের অভাবে সড়কের পিচ উঠে যাওয়া, ছোট-বড় খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই পানি জমে কর্দমাক্তসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর অভ্যন্তরের বেশ কিছু সড়ক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জিয়া মোড় থেকে জিয়া হলের সড়কটি। এ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ তুঙ্গে থাকলেও আপাতত বাজেট সংকটে ভুগছে বলে জানিয়েছেন প্রকৌশল দপ্তর প্রধান।সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে অনুষদ ভবনে ঢুকতে উত্তর পাশের সড়কে ইতোমধ্যেই কয়েকটি স্থানে উঠে গিয়েছে পিচ। একই দশায় দিন পার করছে বঙ্গবন্ধু হলের পাশে থাকা পুকুরের দক্ষিণ পাশের সংযোগ সড়কটি। দৃশ্যের পরিবর্তন ঘটেনি বঙ্গবন্ধু হলের পকেট গেইট এর সড়কটিতেও।সবচেয়ে করুণ অবস্থা জিয়া হল থেকে জিয়া মোড় পর্যন্ত যাওয়া সড়কটি। ছোট্ট এই সড়কটি অনেক আগেই হারিয়েছে এর মসৃণ অস্তিত্ব। পিচশূন্য সড়কটি ক্যাম্পাস অভ্যন্তরে শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বড় বিড়ম্বনার নাম। সামান্য বৃষ্টিতেই চরম বিড়ম্বনায় পড়তে হয় এই সড়ক ব্যবহার করা শত-শত পথচারীদের।বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের পাহাড় থাকলেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। মাঝে মাঝে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করার ব্যর্থ চেষ্টা করতে দেখা যায়। যা এই গুরুতর সমস্যা সমাধানে দায় মুক্তির চেষ্টা মাত্র বলে ভাষ্য সাধারণ শিক্ষার্থীদের।এসব সংস্কারবিহীন সড়ক ব্যবহার করা শিক্ষার্থীরা অভিযোগ তুলে বলেন, এমন সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে জিয়া হলের এই সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলে অনুপযুক্ত হয়ে পরে। এছাড়াও পিচ উঠে যাওয়া সড়কগুলোতেও চলাচলে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়।এ বিষয় নিয়ে ক্ষোভ ঝেড়েছেন জিয়া হলের সোহান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, বৃষ্টি হলেই ভয়ে থাকতে হয়। সামান্য বৃষ্টিতেই নাজেহাল অবস্থা হয়ে পড়ে হলের সামনের এই সড়কটি। কর্দমাক্ত সড়কে চলাচলে থাকতে হয় বিশেষ সতর্ক। বর্ষা আসার আগেই চরম এই বিড়ম্বনা থেকে যেন মুক্তি মেলে সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।বিষয়টির দূরাবস্থা নিজেও দেখেছেন বলে জানান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন। আপাতত সড়ক সংস্কারের কোন প্রজেক্ট নেই উল্লেখ করে এ কে এম শরীফ উদ্দিন বলেন, যে বরাদ্দ টা ছিল তা অন্যান্য সড়ক তৈরীতে ব্যয় হয়ে গেছে। তিনি আরও বলেন, এছাড়া হলের নির্মাণকাজে ব্যবহৃত পরিবহনের চলাচলের কারণে সড়ক ঠিক করা হলেও তা স্থায়ী হয় না। তবে পরবর্তী অর্থ-বছরের বরাদ্দ পেলেই প্রথমে জিয়া হলের, ক্রমান্বয়ে অন্যান্য সড়ক সংস্কার হবে।আরইউ
    যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক নাদিরকে অব্যাহতি
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে।তদন্ত চলাকালীন সময় পর্যন্ত অধ্যাপক নাদিরকে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়।  এর আগে সোমবার (৬ মে) সকালে প্রেস ব্রিফিং করে বিভাগটির শিক্ষার্থীরা অধ্যাপক নাদিরের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়কে তিন দিনের আলটিমেটাম দেয়। সিন্ডিকেট সূত্র জানায়, 'শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিন্ডিকেটকে চাপ প্রয়োগ করছে উল্লেখ করে অধ্যাপক নাদির জুনাইদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসনিক) বরারব চিঠি দিয়েছিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থী অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করেন। ১১ ফেব্রুয়ারি বিভাগের আরেক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে মৌখিক যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীও তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ ফলাফল ধসে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি  ও যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।   যৌন নিপীড়ন ছাড়াও গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক নাদিরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের কারণে ফলাফলে ধস নামিয়ে দেওয়ার অভিযোগ করেন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা।   এফএস

    তথ্য-প্রযুক্তি

    সব দেখুন
    দেশে ১ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট
    দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাতে ১ ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। বুধবার (০৮ মে) বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে  বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সেবা যথারীতি চালু থাকবে।এসএফ 
    বেসিস নির্বাচনে চলছে ভোট গ্রহণ
    দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বুধবার (০৮ মে) সকাল ১০টায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে আটজন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন। ৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে ভাগ হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিনটি প্যানেলের নাম ‘টিম স্মার্ট’ ‘ওয়ান টিম’, ও ‘টিম সাকসেস’। টিম স্মার্ট প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভান্সড ইআরপি-এর মো. মোস্তাফিজুর রহমান সোহেল। টিম স্মার্টের অন্য প্রার্থীরা হলেন-জেনারেল ক্যাটাগরিতে মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (অ্যাসোসিয়েট), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)। বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছে ওয়ান টিম প্যানেল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন-জেনারেল ক্যাটাগরিতে উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ এবং সৈয়দ আবদুল্লাহ জায়েদ (অ্যাসোসিয়েট), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)। টিম সাকসেস প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন-জেনারেল ক্যাটাগরিতে তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (অ্যাসোসিয়েট), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)। বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩৮৯, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১৩৪ ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার ৯ জন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী।এআই 
    এবার কেন থ্রি-জি সেবা বন্ধ করলো বাংলালিংক?
    ফোর-জি নেটওয়ার্কের গুণগতমান ও গতি আরও বৃদ্ধি করতে বাংলালিংক তাদের থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে ফোর-জি নেটওয়ার্কের আরও বেশি তরঙ্গসহ অন্যান্য রিসোর্স বরাদ্দ করতে পারবে অপারেটরটি।এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে, গত ৫ মে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংক দেশব্যাপী থ্রি-জি সেবা বন্ধ করে দেয়। এই কৌশলগত পদক্ষেপ ‘সকলের জন্য সেরা ফোর-জি’ নেটওয়ার্ক নিশ্চিত করতে বাংলালিংক-এর একনিষ্ঠ প্রতিশ্রুতিরই প্রতিফলন। একই সাথে এটি সারা দেশে চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের ক্ষেত্রে অপারেটরটির নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে।ফোর-জি প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে এই যুগোপযোগী রূপান্তর গ্রাহকদের জন্য বাংলালিংক-এর ইন্টারনেটের উচ্চতর গতি, নির্ভরযোগ্যতা ও সহজলভ্যতার প্রতিশ্রুতিকে সামনে রেখেই এগিয়ে যাবে।এসএফ
    নিখুঁতভাবে মুখের ভাব অনুকরণ করতে পারে যে রোবট
    কলম্বিয়া ইউনিভার্সিটির কিছু প্রকৌশলীর নিরলস পরিশ্রম করে একটি রোবট বানিয়েছেন, যা মানুষের মুখের ভাব হুবহু অনুকরণ করতে পারে।গবেষকরা বলেছেন, এই রোবট মানুষ এবং রোবটের মধ্যে অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। ‘ইমো’ নামের রোবটটি মানুষ এবং রোবটের মধ্যে নতুন এক মাত্রা যোগ করবে বলে দাবি করেছে প্রকৌশলীরা। তাদের দাবি, ইতিমধ্যই কিছু কথোপোকথনও যুক্ত করা হয়েছে, যা ইমোর কাজগুলো সহজেই বুঝতে সাহায্য করবে। এর আগে বেশ কিছু রোবট চ্যাট জিপিটির সাহায্যে মৌখিক যোগাযোগ করতে পেরেছিলো। কিন্তু সেই রোবটগুলোর মুখের ভঙ্গি প্রকাশের ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিলো।গবেষকরা মনে করছেন, ইমো নামের এই রোবটটি অন্য রোবটের মতো কথা বলতে না পারলেও মুখের ভঙ্গি বা ইঙ্গিত দিয়ে সহজেই যোগাযোগ রক্ষা করতে পারবে মানুষ ও রোবটের সাথে। সায়েন্স রোবটিক্সের এক গবেষণাপত্রে বলা হয়েছে, ইমো মানুষের অভিব্যক্তি অনুমান করতে পারে এবং একই সাথে তাদের অনুকরণও করতে পারে। এমনকি অনুকরণ করার প্রায় আটশ’ ৪০ মিলি সেকেন্ড আগেই কোনো ব্যক্তির আসন্ন হাসির পূর্বাভাসও দিতে পারে রোবট ইমো।গবেষণাটির প্রধান লেখক ইউহাং হু জানান, যান্ত্রিকভাবে অভিব্যক্তিপূর্ণ মুখ তৈরি করা বেশ জটিল ছিলো। এছাড়া প্রাকৃতিক এই মুখের ভঙ্গিমা প্রকাশ করানোর বিষয়গুলো সময়সাপেক্ষ ছিলো। কারণ ২৬টি অ্যাকচুয়েটর তৈরি করাই ছিল মূল চ্যালেঞ্জ।এআই মডেল দ্বারা চালিত রোবটগুলো আরও উন্নত ও জটিল হয়ে উঠছে। কিন্তু প্রযুক্তিতে সবকিছু নতুন সংযোজন ও সবকিছু আরও সহজ করে তোলা সময়সাপেক্ষ।ইউহাং হু বলেন, আমরা পরবর্তী ধাপে মৌখিক যোগাযোগের মাধ্যমটি আরও উন্নত করবো। এবং ইমোকে আরও স্বাভাবিক কথোপকথনে নিযুক্ত করাই এখন মূল লক্ষ্য।ইমো রোবটটি মানুষের মতোই মুখের ভাব প্রকাশে ২৬টি অ্যাকচুয়েটর ব্যবহার করে এবং এটি সিলিকনের তৈরি একটি মাস্ক দিয়ে আবৃত। প্রাণবন্ত মিথস্ক্রিয়া এবং চোখের যোগাযোগের জন্য এটির চোখে উচ্চ-রেজোলিউশন ক্যামেরা রয়েছে।এসএফ
    প্রতি মিনিটে গুগল কত আয় করে জানেন?
    পৃথিবীজুড়ে অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছুর প্রয়োজনে গুগলে সার্চ করছেন। আপনি ফ্রিতে তো গুগল ব্যবহার করেন কিন্তু জানেন কি, গুগলের আয় হয় কীভাবে? জেনে অবাক হবেন যে, বিশ্বের অন্যতম ধনী টেক সংস্থা গুগল ফ্রি পরিষেবা দিয়েও প্রতি মিনিটে প্রায় ২ কোটি টাকা আয় করে। বর্তমানে বিশ্বের সব চেয়ে ধনী কোম্পানিগুলোর তালিকায় প্রথমে রয়েছে গুগল।কোম্পানির পক্ষ থেকে একাধিক পেইড সার্ভিস রয়েছে। ইউজারদের জন্য টাকা চার্জ করে গুগল। যদিও যারা সেটি ব্যবহার করতে চান তারা এড়িয়ে যেতে পারেন (যেমন- গুগল ওয়ান, গুগল জেমিনি ইত্যাদি)। এই পেইড সার্ভিস থেকে বিশাল অংকের টাকা আয় করে কোম্পানি।গুগলে সাধারণত কোনো কিছু জানার জন্য সার্চ করার সময় একাধিক আর্টিকেল এবং বিজ্ঞাপন আসে। সেই বিজ্ঞাপনগুলো দেখার জন্য সংস্থাগুলো থেকে মোটা অঙ্কের টাকা পায় গুগল।এছাড়াও গুগল ক্লাউড এবং প্রিমিয়াম কনটেন্ট রয়েছে যেখান থেকে টাকা উপার্জন করে সংস্থাটি। গুগল ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য অনেকেই মাস গেলে কয়েক লাখ টাকা খরচ করেন। এগুলোর পাশাপাশি ইউটিউব থেকেও বিপুল পরিমাণ টাকা উপার্জন করে গুগল।গুগলের আয়ের অন্যতম মাধ্যম ইউটিউব, এই অ্যাপ সব অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট হিসাবে থাকে। তাই ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ইউটিউবে ফ্রি এবং পেইড দুই পরিষেবা রয়েছে। পেইড পরিষেবাকে বলা হয় ইউটিউব প্রিমিয়াম। সেখান থেকে একটি নির্দিষ্ট টাকা আয় করে সংস্থা।আবার ইউটিউবে যে বিজ্ঞাপন দেখতে পান সেখান থেকেও টাকা আয় করে গুগল। বিপণন সংস্থাগুলো বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউবকে মোটা অঙ্কের টাকা দেয়।  আপনি ফ্রিতে ব্যবহার করলেও বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা আয় করে ঘরে আনে সুন্দর পিচাইয়ের কোম্পানি।  এসএফ 
    আমাদের অন্যতম লক্ষ্য জামানত ছাড়াই উদ্যোক্তাদের ঋণ দেওয়া: এলিট
    বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নীতিনির্ধারণ ও বিভিন্ন কর্মকাণ্ডের গতিপথ ঠিক করার দায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন বা বেসিসের। আগামী বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির দ্বিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে আইসিটি খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে চান। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও তার। আইসিটি উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করার লক্ষ্য নিয়েও তিনি কাজ করার প্রত্যয় জানিয়েছেন।নিয়াজ মোর্শেদ এলিট টিম স্মার্ট থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে এক ঝাঁক তরুণ প্রার্থী রয়েছেন। নিয়াজ মোর্শেদ এলিটও একজন তরুণ প্রার্থী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্যানেলে স্মার্ট বেসিস গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে।নিয়াজ মোর্শেদ এলিট বলেন, টিম স্মার্টের পক্ষ থেকে স্মার্ট বেসিস গঠনে আমি পাঁচটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি— ডিজিটাল আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, স্টার্টআপ ফান্ডিংয়ের সুযোগ বাড়ানো, ভেঞ্চার ক্যাপিটালের সুবিধা বাড়ানো, ঋণ অনুমোদন প্রক্রিয়া সহজতর করা ও পলিসি অ্যাডভোকেসি বাড়ানো। নির্বাচিত হলে আমি এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেবো।তিনি বলেন, মাত্র দুই বছর মেয়াদের জন্য একটি কাউন্সিল তৈরি হয়। এই স্বল্প সময়ে কাজ করা সত্যিই খুব কঠিন। তবে আমি নির্বাচনি ইশতেহারকে এমনভাবে তৈরি করেছি যেখানে ট্যাক্স হলিডে, ঋণ সুবিধা, মানবসম্পদ তৈরির মতো স্বল্প মেয়াদি কিছু কাজ তো থাকছেই; পাশাপাশি ভবিষ্যৎ বেসিস আসলে কেমন হবে, নীতি নির্ধারণের কোন পর্যায়ে কাজ করবে, এআই সুবিধা বা চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট বাংলাদেশ গঠনে কী হবে বেসিসের ভূমিকা— এসব বিষয় বিবেচনায় নিয়েও ১৫ বছরের দীর্ঘ মেয়াদি একটি ইশতেহার তৈরি করা হয়েছে। ইশতেহারের এই বিষয়গুলো এই খাতের তরুণ উদ্যোক্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে আমাদের সবাইকে সহায়তা করবে।এলিট আরও বলেন, ‘সারা বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দৌড়ে এগিয়ে থাকতে জোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন একটা সময়ে আমাদের এই খাতে ট্যাক্স হলিডের মেয়াদ শেষ হচ্ছে। এই সময়টা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন চ্যালেঞ্জটা নিতে হবে তরুণ উদ্যোক্তাদের। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হবে এই খাতে রফতানি আয় ও তরুণ উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। কারণ যেহেতু এই স্বল্প সময়ে আমাদের এই খাতে খুব বেশি এগিয়ে যাওয়া সম্ভব হয়নি, আবার সামনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির চ্যালেঞ্জও আছে, তাই আমি মনে করি এই ট্যাক্স হলিডে না তুলে অন্তত ২০৪১ সাল পর্ন্ত তা বাড়িয়ে দেওয়া উচিত। তা সম্ভব না হলেও আরএমজি (তৈরি পোশাক খাত) এবং অন্যান্য খাতের মতো উদ্যোক্তাদের যেন প্রণোদনা দেওয়া হয়, সেদিকটা আমাদের মাথায় থাকবে।’‘বেসিস নির্বাচনে জয়ী হলে এই বিষয়ে সমাধানে আসতে আমরা টিম স্মার্ট থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব। পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত বিহীন ঋণ সুবিধা নিশ্চিত করা। বেসিস যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে, তাই এ বিষয়ে কাজ করাটা আমাদের জন্য সহজ হবে বলে আশা করি,’— বলেন নগদের এই নির্বাহী পরিচালক।আইসিটি খাতের উদ্যোক্তাদের জন্য নগদ ডিজিটাল ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ দেওয়ার লক্ষ্যও রয়েছে নিয়াজ মোর্শেদ এলিটের। তিনি বলেন, ‘আমি যখন প্রথম নিজে ব্যবসার জন্য ঋণ নিতে যাই তখন ব্যাংক আমাকে ঋণ দেয়নি। কারণ জামানত ছিল না। যেহেতু পরিবারের কারও সহযোগিতা নিইনি, তাই ব্যাংক থেকে ঋণ না পাওয়া একজন তরুণ উদ্যোক্তার জন্য যে কী ধরনের বাধা তৈরি হতে পারে সে বিষয়টি আমার জানা। এরপর আমি নগদে যখন ডিজিটাল ব্যাংক নিয়ে কাজ শুরু করি, তখন আমাদের প্রথম লক্ষ্য ছিল কীভাবে জামানত ছাড়াই উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা নিশ্চিত করা যায়। এখন আমরা একটা জায়গায় পৌঁছেছি। যেখানে আইসিটি খাতের একজন তরুণ উদ্যোক্তা তার নগদ ওয়ালেটের ট্রানজেকশন, তার নিয়মিত পেমেন্টসহ যাবতীয় লেনদেনের ওপর ভিত্তি করে জামানত ছাড়াই ঋণ দিতে পারবে নগদ ডিজিটাল ব্যাংক। আশা করি জুলাইয়ে যখন ডিজিটাল ব্যাংক চালু হবে, তখন থেকেই আইসিটি খাতের তরুণ উদ্যোক্তাদের জন্য এই দারুণ সুযোগ তৈরি হবে।’

    আইন-আদালত

    সব দেখুন
    আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এতে কোরবানির ঈদে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।বুধবার (০৮ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। গত ২২ এপ্রিল আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।এর আগে চার এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসাসে ইজারা বিজ্ঞপ্তি দেন। এই বিজ্ঞপ্তিতে আফতাবনগরসহ ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে।বিজ্ঞপ্তির পরই আফতাবনগরে হাটের অংশ বাতিল চেয়ে সিটি করপোরেশনকে আইনি নোটিশ দেন ইউনুছ আলী আকন্দ। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে যান। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী করা হয়।এতে উল্লেখ করা হয়, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড অধীন, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত। ওই এলাকার কাউন্সিলরও ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং ২০২৩ সালে উত্তর সিটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দিলে রিট করার পর হাইকোর্ট স্থগিত করেন।পরে আপিল করলে শুধু ২০২৩ সালের জন্য এল ব্লকের পর থেকে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। এর ফলে গতবছর এল ব্লকের পর থেকে পশুর হাট বসে ঠিকই, কিন্তু এ থেকে এইচ ব্লক পর্যন্ত পশুর হাট বসানো হয়নি।দেশের অন্যতম আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের মালিকানায় পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে আফতাবনগরকে। পূর্ব ঢাকার পরিকল্পিত এই আবাসন এলাকায় প্রায় সাত হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়সহ পরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক ভবন।

    প্রবাস

    সব দেখুন
    ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ
    অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশির ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ছবি: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজগতকাল সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে ৩০ জানুয়ারি এই তিন বাংলাদেশির ছবি দিয়ে অনুরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিবাসন বিভাগ।তিন বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশিযার সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ। তিন বাংলাদেশি হলেন শরিফুল ইসলাম, শরিফ ও মোহাম্মদ মামুনুর রশিদ।উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) নূর হাসলিন্দা বিনতি মো. প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রাজায়ার সঙ্গে ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এসএফ

    লাইফস্টাইল

    সব দেখুন
    ডিম খেয়ে কমিয়ে ফেলুন অতিরিক্ত ওজন
    ওজন কমানোর জন্য আমরা প্রতিনিয়ত কত কিছুই করি। খাওয়ার রুটিন থেকে শুরু করে নিয়মিত হাঁটাচলা, সব কিছু করেও অনেক সময় ওজন কোন ভাবেই নিয়ন্ত্রন করা যায় না। তবে আপনি জেনে অবাক হবেন যে, ডিম খেয়েও কিন্তু সহজেই আপনি কমাতে পারেন শরীরের বাড়তি ওজন। ওজন কমাতে চাইছেন এমন ব্যক্তি এবং বডি বিল্ডারদের মধ্যে সর্বাধিক প্রিয় খাবার হলো ডিম। ডিম কিন্তু বেশ কয়েকটি পুষ্টি উপাদানে ভরপুর এবং সম্পূর্ণ প্রোটিনের অন্যতম সেরা উৎস। এটি নানাভাবে খাওয়া যায়, রান্না করা সহজ এবং ব্যয়বহুলও নয়।এদিকে ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, তাই ক্ষুধা কম লাগে। ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে, তাই ওজনও কমে। তাই আপনি যদি আপনার অতিরিক্ত মেদ ঝড়াতে চান তবে প্রতিদিন পাতে রাখুন এই খাবারটি। চলুন জেনে নেওয়া যাক কি ভাবে ডিম খেলে অতিরিক্ত ওজন কমবে অনেকেই বুঝতে পারেন না ডিম সেদ্ধ করে খাবেন নাকি ডিম ভাজা বানিয়ে। তবে ডিম নানাভাবে খাওয়া যায়। কিন্তু ডিম ভেজে খাবেন না। ভাজা ডিমের স্বাদ সুস্বাদু হলেও, প্রচুর ক্যালোরি থাকে। তাই সিদ্ধ, পোচড বা স্ক্র্যাম্বলড করে ডিম খাবেন। ডিম পোচ বা স্ক্র্যাম্বলড করার সময় অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করুন। তেলের পরিমাণ যতটা সম্ভব কমিয়ে দিন। ডিমের সঙ্গে ক্যাপসিকামপুষ্টিবিদদের মতে, ডিমের সঙ্গে ক্যাপসিকাম মিশিয়ে কোনো পদ তৈরি করলে তা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ওজন কমাতেও সাহায্য করে। ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে, যা মেদ কমাতে উপকারী ভূমিকা রাখে।চিলি ফ্লেক্সডিম ওমলেট তৈরিতে অনেকেই চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে ভালোবাসেন। ওজন কমানোর যাত্রায় এটি ভালো সঙ্গী। মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স মেদ কমাতে সাহায্য করে।সয়াবিন তেল নয়সমীক্ষা অনুযায়ী, সয়াবিন তেলে ফ্যাটের পরিমাণ অতিরিক্ত। ডিম ভাজার ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করবেন না। এতে ওজন বৃদ্ধির আশঙ্কা আছে। এর পরিবর্তে সরিষা বা নারকেল তেল ব্যবহার করুন।এ ছাড়াও ডায়েটে থাকলে সেদ্ধ ডিম খেতে পারেন। প্রতিদিন কুসুমসহ একটি ডিম খাওয়া যায়। তবে একের বেশি খেলে সে ক্ষেত্রে কুসুম বাদ দেবেন। 

    Loading…