এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    গণমাধ্যম

    টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    হাসিব খান, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম
    হাসিব খান, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

    টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    হাসিব খান, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

    স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারে সংঘর্ষ হয়েছে। এতে ছোট ভাই নিহত ও দুইজন আহত হয়েছেন।

    শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হোছন (৫২) একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল বড় ভাই ইউনুস প্রকাশ হপ্পি ইউনুস ও ছোট ভাই মো: হোছনের মধ্যে। এনিয়ে শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় এলাকার লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মো: হোছনের ওপর হামলা করেন বড় ভাই ইউনুচের লোকজন।

    নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আপন ভাই মোহাম্মদ ইউনুস এর সাথে বিরোধ চলছিল তাদের। এই নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা চেষ্টাও করা হয়। এতে কোন সমাধান না পেয়ে টেকনাফ থানায় অভিযোগ করলে অভিযুক্ত ইউনুস ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মো. হোছন মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু।

    তিনি জানান, আজ সারাদিন আমি কর্মসৃজন প্রকল্পের কাজে পরিষদে ব্যস্ত ছিলাম। যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তার মো: হোছন নিহত হয়। এসময় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…