নিখোঁজের চার দিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে সোহাগ হোসেন নামে এক যুবকের চোখ উপড়ানো ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান তেল পাম্প এলাকার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ হোসেন একই উপজেলার বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত সোহাগের বন্ধু আকাশের বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সোহাগ হোসেনকে তার বন্ধু আকাশ কাজের কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর সোহাগ হোসেন বাড়ীতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সোহাগের কোন সন্ধ্যান পাওয়া যায়নি এবং ঘটনার পর থেকে আকাশ নিজেও পলাতক রয়েছে। পরে এ ঘটনায় সোহাগের বাবা নাজমুল হোসেন বড়াইগ্রাম থানায় একটি নিখোঁজের জিডি করেন। আজ সন্ধ্যার দিকে স্থানীয়রা আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহাগের বন্ধু আকাশের বাবা, মা ও বোনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।
এনআই