এইমাত্র
  • ভাল মন্দ নিজে বিচার করে পরবর্তীতে কাজ করব: নিহা
  • হত্যা মামলায় জামিনে বেড়িয়ে এসে কিশোরী ধর্ষণ, যুবক আটক
  • দিয়াজের মৃত্যু রহস্যের জট খুলতে তদন্তভার পেল পিবিআই
  • দেশে কোনো খাদ্য ঘাটতি নেই, এ কথা আজ প্রমাণিত: ওবায়দুল কাদের
  • জামিন নামঞ্জুর, প্রথম আলোর সাংবাদিক শামস কারাগারে
  • মাদারীপুরে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড
  • শহীদের সুরে ফেরদৌস-পূর্ণিমার সিনেমায় গাইলেন নোলক
  • জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী: শাকিব খান
  • চরকিতে আসছে 'ট্রাভেল মেটস ২'
  • চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটির তালিকা প্রকাশ
  • আজ বৃহস্পতিবার, ১৬ চৈত্র, ১৪২৯ | ৩০ মার্চ, ২০২৩
    শিক্ষাঙ্গন

    ইবি দাওয়াহ বিভাগের পুর্নমিলনী

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৫:১৪ পিএম
    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৫:১৪ পিএম

    ইবি দাওয়াহ বিভাগের পুর্নমিলনী

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৫:১৪ পিএম

    বর্ণিল আলোকসজ্জা সজ্জিত দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোট ৩৫টি ব্যাচের সমন্বয়ে প্রথম পুর্নমিলনী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

    শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে দাওয়াহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষদ ভবন হতে সহস্রাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ ও অতিথিদের সমন্বয়ে বৃহত্তর র‍্যালি বের হয়। র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় সমাবেত হয়।

    এ আলোচনা সভায় অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এরশাদ উল্লাহ, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী, ড. এম. আবদুল আজিজ। এছাড়া শিক্ষক সমিতিসহ বিভাগীয় শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অ্যালামনাইরা হচ্ছেন এক ধরনের মিটিং অব মাইন্ডস। এটি এক ধরনের প্লাটফর্ম। এখানে সবার এক ধরনের অনুভূতি তৈরি ঘটে। আমরা যে চারা থেকে মহাবৃক্ষে পরিণত হয়েছি এর বীচ ভূমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আর এই ইসলামী বিশ্ববিদ্যালয়।

    আর মহাবৃক্ষ থেকে হওয়া ফল হচ্ছে এই অ্যালামনাইরা যারা চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা সবাই এই মাতৃসম বিশ্ববিদ্যালয়কে আরও বেশি করে সমৃদ্ধ করবেন।

    বিকাল তিনটার দিকে অ্যালামনাই এসোসিয়েশন কমিটি গঠন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা উপভোগ করেন সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ ও অতিথিগণ।

    উল্লেখ্য, গত রাতে বাহারী রঙের লাইটিং ও আলপনা এঁকে সাবেক শিক্ষার্থীদের বরণ করা হয় এবং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    {{post.title}}

    {{ post.description }}

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…