এইমাত্র
  • কক্সবাজার আ'লীগের তৃণমূলে 'দ্রোহ', দুশ্চিন্তায় ভোটাররা
  • মির্জা ফখরুলের বক্তব্য আদালত অবমাননার শামিল: ওবায়দুল কাদের
  • হঠাৎ সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রতিনিধি
  • ওপার বাংলায় গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি
  • হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড, বাদীর ৫ বছরের কারাদণ্ড
  • গভীর সাগরে ইঞ্জিন বিকল, ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার
  • পুলিশ প্রটোকল পেতে আবেদন করেছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
  • চাঁদপুরের ছেংগারচরসহ ৮ পৌরসভায় ভোট ১৭ জুলাই
  • বরগুনায় পানিতে ডুবে ৬ বছরে ১১৬ শিশুর মৃত্যু
  • আজ বুধবার, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৩১ মে, ২০২৩
    দেশজুড়ে

    ফরিদপুরে বসতঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম
    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম

    ফরিদপুরে বসতঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

    হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বসতঘর থেকে লাবনী আক্তার পপি (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখীর চর গ্রাম থেকে ওই প্রবাসীর স্ত্রী মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত পপি মাদারীপুরের শিবচর উপজেলার নিলুখী গ্রামের এসকেন মেম্বারের মেয়ে। পপির স্বামী ফিরোজ ফকির মালয়েশিয়া প্রবাসী। তার ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পপির স্বামী মালয়েশিয়ায় প্রায় দুই যুগ ধরে বসবাস করেন। ১৮ বছর একটানা মালয়েশিয়ায় থেকে সাত বছর আগে দেশে এসে বিবাহ করেন পপিকে। বিয়ের পর সাত বছরে একবার এসেছিল ফিরোজ। নিহত পপি রবিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যায়।

    পপির মেয়ে ফাইজা (৬) তার দাদীর কাছে ঘুমায়। ফাইজা একটি মক্তবে পড়াশোনা করে। সকালবেলা মক্তবে যাওয়ার জন্য তার মেয়ে মাকে ডাকাডাকি করেন। কোন সাড়া না মিললে সকলের সন্দেহ হয়। পরিবারের লোকজন দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পপিকে।

    এ সময় পরিবারের লোকজন চিৎকার করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

    এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। কি কারণে করেছে সেটা এখনো খুঁজে বের করতে পারিনি।

    তবে তদন্ত চলছে, এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…