এইমাত্র
  • টেকনাফে কোস্টগার্ডের কাছে মিয়ানমার ১৩ বিজিপির আত্মসমর্পণ
  • টানা ৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ মারা গেছেন
  • শিল্পী সমিতির নির্বাচনে ভোটারের থেকে প্রশাসন বেশি: হাসান জাহাঙ্গীর
  • প্রাণিসম্পদ অধিদপ্তরে ৬৩৮ পদে নিয়োগ
  • আশঙ্কাই সত্যি হলো, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
  • ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
  • সিআইডি কর্মকর্তা পরিচয়ে ঘুষ নিতে গিয়ে ধরা
  • আজ শুক্রবার, ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    ফেনীতে তরমুজের ব্যাপক ক্ষতি: দুশ্চিন্তায় চাষিরা

    আবদুল্যাহ রিয়েল, ফেনী প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:২৫ পিএম
    আবদুল্যাহ রিয়েল, ফেনী প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:২৫ পিএম

    ফেনীতে তরমুজের ব্যাপক ক্ষতি: দুশ্চিন্তায় চাষিরা

    আবদুল্যাহ রিয়েল, ফেনী প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:২৫ পিএম

    এ বছর ফেনীর সোনাগাজী উপজেলায় তরমুজের ভালো ফলন সম্ভবনা থাকলেও চষিদের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। কারণ বৃষ্টিতে তাদের বোনা স্বপ্ন নষ্ট হয়ে যাবে। অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়ার সম্ভবনা চাষীদের। টানা দুইদিনের বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। সোনাগাজী উপজেলায় এ বছরে দিগুণ জমিতে তরমুজ চাষ করেছে কৃষকরা।

    আবহাওয়া অনুকুলে থাকায় তরমুজ চাষীরা আশাবাদী ছিল এবার ভাল ফলন হবে। রমজানকে সামনে রেখে অধিক লাভের আশায় কৃষকরা বুক বেধেছিল। টানা বৃষ্টিতে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় কয়েক বছর ধরে তরমুজ চাষে ঝুঁকছেন কৃষক। গত বছরগুলোতে তরমুজে ব্যাপক লাভ হওয়ায় এবার সেই ঝোঁক আরও বেড়েছে। এবার পতিত জমিতেও মতো তরমুজ চাষে নেমেছেন অনেকে।

    সাইদ আনোয়ার নামে এক তরমুজ চাষী জানান, আমরা ১৬ জন মিলে শাহাপুর ও গুচ্চ গ্রামে ২০০ একরের মধ্যে পৌনে দুইকোটি টাকা ব্যায়ে তরমুজ আবাদ করেছি। এভাবে ধারাবাহিক বৃষ্টি হলে আমরা চরম ক্ষতির লোকসানে পড়বো।

    উপজেলার দক্ষিণ চরদরবেশের মাইন উদ্দিন বলেন, গত বছর ৯ একর জমির তরমুজ বিক্রি করে ১১ লাখ টাকা পেয়েছিলেন। এ বছর আবাদের পরিমাণ বাড়িয়ে ১৫ একর জমিতে ঠেকেছে। কিন্তু টানা বৃষ্টিতে তরমুজ ক্ষেতে পানি জমে গেছে। প্রথমদিকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে কৃষকরা আশাবাদী ছিল অসময়ের বৃষ্টি ক্রমান্বয়ে থেমে যাবে। কিন্তু বুধবারের সকাল থেকে আবারও বৃষ্টিতে তরমুজের ক্ষেতে পানি জমে গেছে। জমে থাকা পানিতে পরবর্তীতে তরমুজ গাছ মরে যাওয়া ফলনের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায় করছে কৃষকরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলাতে ৫৭০ হেক্টর জমিতে তরমুজের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গেল বছর চাষাবাদ হয়েছে ৩৪৫ হেক্টর জমিতে ও ২০২১ সালে ১১৭ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। গত বছর ২৬ কোটি টাকার তরমুজ বিক্রি করেছে চাষীরা। এবার ৫০ কোটির বেশি বিক্রি হবে বলে জানান সোনাগাজী কৃষি অফিস।

    সোনাগাজী উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র নাথ বলেন, নবাবপুর, চরচান্দিয়া, চরদরবেশ, সোনাগাজী সদর, আমিরাবাদ ইউনিয়নে তরমুজ আবাদ করছে চাষীরা। বৈরি আবহাওয়ার কারণে গত দুইদিনের বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…