এইমাত্র
  • টাঙ্গাইলে চিপস কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা
  • জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার নিহত
  • চাকরির বয়সসীমা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস
  • সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
  • ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি
  • চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • যে প্রক্রিয়ায় দেশে ফিরবেন তারেক রহমান
  • শেখ হাসিনার ভারতেই থাকা উচিত : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • আজই শেষ ভিসার মেয়াদ, কী করবেন শেখ হাসিনা?
  • গোপনে দেশ ছেড়েছেন আ.লীগের যেসব নেতা
  • আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪
    বিনোদন

    হরেক রকম গল্পের সমাহার 'আন্তঃনগর'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৭ জুন ২০২৩, ০৭:২২ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৭ জুন ২০২৩, ০৭:২২ পিএম

    হরেক রকম গল্পের সমাহার 'আন্তঃনগর'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৭ জুন ২০২৩, ০৭:২২ পিএম

    -ফুলের যে দাম মানুষ ফুল কিনবে কেমনে? প্রেমিকারেই দিবে কেমনে?

    -কয়টা প্রেম করেন আপনি?

    -একটা। কিন্তু যার লগে করি হ্যায় জানে না।

    সংলাপগুলো চরকি অরিজিনাল সিনেমা 'আন্তঃনগর' থেকে নেয়া। নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেয়া কিছু গল্পের সমাহার হয়েছে এই সিনেমায়।

    চরকি অরিজিনাল সিনেমা 'আন্তঃনগর' পরিচালনা করেছেন গৌতম কৈরী। এতে সিএনজিচালকের চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে। এ প্রসঙ্গে শ্যামল মাওলা বললেন, 'আন্তঃনগর-এ কাজ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছিল। সেই সাথে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। সহশিল্পী হিসেবে রুনা আপুর সঙ্গে কাজ করতে ভালোলাগে। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।'

    বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮টায় চরকিতে আসছে 'আন্তঃনগর'। শ্যামল মাওয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সোহেল মন্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ, নাফিস আহমেদসহ অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

    প্রথমবার রুনা খানকে চরকির কোনো কাজে দেখা যাবে। এই অভিনেত্রীর ভাষ্য, 'সিনেমায় আমার সহশিল্পী ছিলেন শ্যামল ও জয় রাজদা। তারা দুজনেই গুণী অভিনেতা। প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাদের গল্প দেখানোর চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগরের বলার ধরন এক ভিন্ন রকম ছিলো। আশা করছি দর্শকরা এটা দারুণভাবে উপভোগ করতে পারবে।'

    সোহেল মণ্ডল তার কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, 'গৌতম কৈরির পুরো টিম ছিলো ক্রিয়েটিভ তাই কাজের অভিজ্ঞতাও দারুণ। শবনম ফারিয়ার একজন ফুর্তিবাজ শিল্পী তাই দারুণ সময় কেটেছে কাজের সময়। এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল সব বিষয়ও আছে। দারুণ একটি গল্প এটি তবে দর্শকরা কীভাবে নেয় সেটা হলো বিষয়।'

    অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, 'এই সিনেমায় যারা আছেন সবার সঙ্গেই আগে কাজের অভিজ্ঞতা ছিলো। রুনা আপার সঙ্গে সিরিয়ালে দীর্ঘ সময় কাজ করেছি। শ্যামল দা, সোহল ভাই সবাই পছন্দের মানুষ। তাই তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ। এই সিনেমার গল্প নারীদের জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের গল্প। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা। চরকি ভিন্ন ধরনের ভালো গল্প বলে। সেদিক থেকে এই গল্পটা নিয়ে প্রত্যাশা অনেক বেশি৷'

    সিনেমার গল্প নিয়ে জানতে চাইলে পরিচালক গৌতম কৈরী বলেন, 'এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। আন্তঃনগর অভিজ্ঞতা দর্শকদের নতুন কিছুর স্বাদ দেবে।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…