ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথমদিনেই ৩২৭ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। হারায় মাত্র ৩ উইকেট। দ্বিতীয় দিনে ১৪২ রান তুলতেই শেষ ৭ উইকেট হারালেও অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪৬৯ রানে। বিশাল এই লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তোপে পড়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ৭১ রানের মধ্যেই হারিয়েছে প্রথম ৪ উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে রোহিত শর্মার দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ । ২৯ রান নিয়ে উইকেটে আছেন আজিঙ্কা রাহানে। ০৫ রানে ব্যাট করছেন শ্রীকার ভারত।
এর আগে, ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯৫ রানে অপরাজিত থাকা স্টিভেন স্মিথ। প্রথমদিনে ৭৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাধা ট্রাভিস হেড ও স্মিথ এদিন আরও ৩৪ রান যোগ করেন। ৩৬১ রানের মাথায় মোহাম্মদ সিরাজের বলে হেড ফিরলে ভাঙে ২৮৫ রানের জুটি। ১৭৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন হেড। যেখানে ২৫টি চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার।
হেডের বিদায়ের পর ক্যামেরন গ্রিন মাঠে নামলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ক্যাচ দেন তিনি। ম্যারাথন ইনিংস খেলে ৩৮৭ রানের মাথায় ফেরেন স্টিভেন স্মিথ। ২৬৮ বলে ১২১ রান করে ফেরা স্মিথের ইনিংসে ছিল ১৯টি চারের মার। দ্রুতই ফেরেন মিচেল স্টার্কও।
তবে অষ্টম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে সকালের বিপর্যয় সামাল দেন অ্যালেক্স ক্যারি। ৪৫৩ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে রবীন্দ্র জাদেজার এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস আর বেশিদূর এগোয়নি। শেষের দুইজনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানে আটকে রাখেন মোহাম্মদ সিরাজ। ইনিংসে চার উইকেট শিকার সিরাজের। দুইটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।
অস্ট্রেলিয়ার বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানেই দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে হারায় ভারত। ৫০ রানে ফেরেন চেতেশ্বর পুজারা, ৭১ রানে ফেরেন বিরাট কোহলি. ১৪২ রানে ফেরেন রবিন্দ্র জাদেজা।
এফএস