ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশা আরোহী তিন জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালক মনা মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সিএনজি পাম্প থেকে বের হয়ে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কয়েকবার উল্টে সড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে নিহতরা হলেন - সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮)। অন্য নিহতের পরিচয় মেলেনি।
নিহত সাবেক সেনা কর্মকর্তার ভাই ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বেপরোয়া গতির বাসটিকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পিএম