হবিগঞ্জ সদর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় রেদুওয়ান মিয়া নামে ১২ বছরের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেদুওয়ান মিয়া উপজেলার আব্দাবকাই গ্রামের মাওলানা আব্দুল আহাদ মিয়ার ছেলে। সে স্থানীয় নূরে মোহাম্মদিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, কটিয়াদি বাজার থেকে সাইকেল চালিয়ে আব্দাবকাইয়ে বাড়িতে ফিরছিল রেদুওয়ান। এ সময় সে হাতির থান নামকস্থানে পৌঁছালে বৈদ্যোর বাজার থেকে আসা সুলতানশীগামী একটি ইট ঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শিশু রেদুওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
এআই