মারামারির ঘটনায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। গতকাল(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে আয়োজক কমিটি। তারা জানায়, মারামারির ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
তবে আয়োজক এবং এই ঘটনায় জড়িত দুই দলের ক্যাপ্টেন তাদের কথা বলেই তড়িঘড়ি করেই চলে যান আসন ছেড়ে। গণমাধ্যমকর্মীরা কিছু প্রশ্ন করতে চাইলেও তারা এক প্রকার পালিয়ে যান সংবাদ সম্মেলনের আসন থেকে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত 'সেলিব্রেটি ক্রিকেট লিগ'। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। গতকাল শুক্রবার(২৯ সেপ্টেম্বর) চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
দীপংকর দীপন বলেন, 'দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে। এসময় মোস্তফা কামাল রাজের দল ও আমাদের দলের খেলোয়াড়রা তাদেরকে ঠেকিয়েছে। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সারারাত সিসিটিভি ফুটেজ ও ভিডিও খুঁজে মূল দোষীকে সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।'
পরিচালক মুস্তফা কামাল রাজ বলেন, 'আপনার সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয় তাই এটা আমরা ইন্টারনাল সমাধান করেছি।'
আয়োজকরা জানান, খেলা পরিচালিত হবে কিনা, হলেও তা কীভাবে করা হবে তা শিগগিরই জানানো হবে।