এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    জমকালো আয়োজনে হয়ে গেলো 'পুনর্মিলনে'র স্পেশাল শো

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম

    জমকালো আয়োজনে হয়ে গেলো 'পুনর্মিলনে'র স্পেশাল শো

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম

    জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো 'পুনর্মিলনে' সিনেমার স্পেশাল স্ক্রিনিং। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস-এ গতকাল শনিবার (৩০ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শিত হয় পুনর্মিলনে।

    মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। সিয়াম-ফারিণ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।

    কারও মধ্যে কথা কাটাকাটি…কেউ বা রাগ…কারও আবার মন খারাপ! কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে 'পুনর্মিলনে' চরকিতে মুক্তি পেয়েছে গত ২১ সেপ্টেম্বর।

    কাজটি নিয়ে শুরু থেকেই বেশ এক্সসাইটেড ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, 'পুনর্মিলনে একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। সেই সাথে আমার নিজের কাজিনদের সাথে একসঙ্গে বসে এই সিনেমা বড় পর্দায় দেখতে পারাটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা।'

    ছোটপর্দায় ও ওটিটিতে এখন নিয়মিত মুখ তাসনিয়া ফারিণ। দর্শককের মনে পৌঁছে গেছেন নিজ অভিনয় গুণে। কিছুদিন আগে নিজের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে নেটিজেনদের মনে রীতিমত ঝড় তুলেছেন তিনি।

    ফারিণ নতুন এই কাজটি নিয়ে বলেন, 'পুনর্মিলনে এর গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। এতো অল্প সময়ে আমরা সবাই একদম পরিবার হয়ে গেছি। আমার এখনও মনে পরছে, সিনেমার শেষ দৃশ্যটা শ্যুট করার সময় আমার ইমোশন ধরে রাখতে পারিনি। আজ আবার সবাই মিলে এক সাথে সিনেমাটা দেখতে পেরে খুব ভালো লাগছে।'

    পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, 'কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না সেটা হলো কাজিনদের বন্ধু্ত্বের গল্প। এবার আমার গল্প হলো কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে।'

    আরিয়ান আরও বলেন, 'আমার নির্মাণ বড় পর্দায় দেখতে পারাটাও আমার জন্য আনন্দের। আমার জন্য একদম ভিন্ন ও নতুন অভিজ্ঞতা। সে জন্য পুরো টিমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…